শারিরীক ও আর্থিক ভাবে শাহরুখ খানের পাশে আছেন হিরো আলম

সকল মানুষের জীবনে উত্থান পতন আছে। মানুষেরই সবসময় ভালো যায় না, সুসময় আছে। বলিউড কিং শাহরুখ খানের ও এখন বাজে সময় যাচ্ছে। বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় জেলে।এক অস্থির সময় পার করছে খান পরিবার। এ দুসময়ে শারিরীক ও আর্থিক যে কোন সমস্যায় শাহরুখের পাশে আছেন হিরো আলম।
তিনি আরও বলেন বলিউড কিং শাহরুখ খানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত সুপারস্টার হিরো আলম। আজ বৃহস্পতিবার এক ফেসবুক লাইভে এসে তিনি জানান, শাহরুখ খানের ছেলে আরিয়ানকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়ে থাকতে পারে। তার সুখ্যাতি অনেকেই সহ্য হয়নি তাই তার দুর্বল জায়গা ছেলের পিছনে লেগেছে চক্রান্তকারীরা।
লাইভে হিরো আলম আরও বলেন, ‘সন্তানের এমন অবস্থায় কোনো বাবা-মাই ভালো থাকতে পারেন না। শাহরুখের এখন দুঃসময় যাচ্ছে। আপনারা হয়তো নিজেরাও দেখছেন কি ঘটছে, বিভিন্ন খবর আসছে যেসব খবর কোনোটা সত্য, কোনোটা মিথ্যা। তবে যেটাই হোক আমি চাই দ্রুত এই বিপদ থেকে শাহরুখ খান উদ্ধার যেন পায়।তিনি আরও বলেন শাহরুখ খানের ফোন নাম্বার থাকলে আমি অবশ্যই তাকে ফোন দিয়ে সমবেদনা জানাতাম। সে যে কোন সমস্যায় সে আমাকে কাছে পাবে।
হিরো আলম শাহরুখ খানের বিশাল ভক্ত উল্লেখ করে বলেন, ‘শাহরুখের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র হতে পারে, সত্যের জয় হবেই। আমি তার বিশাল ফ্যান আমার প্রিয় মানুষের এমন দিনে আমার মনটা ভালো নেই। অতি তাড়াতাড়ি এই বিপদ থেকে শাহরুখ খান মুক্ত হবে। ভারতের প্রধানমন্ত্রী যেন শাহরুখ খানের ব্যাপারটা দেখেন এবং এর সুষ্ঠ তদন্ত করা হয়।
এর আগে, এসবের মাঝেই চাঞ্চল্যকর দাবি তুললেন এনসিপি’র মুখপাত্র তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তিনি স্পষ্ট বলেন, এই ঘটনার পেছনে হাত রয়েছে বিজেপির। সঙ্গে, এটাও দাবি করা হয়েছে যে আসল টার্গেট শাহরুখ।