বি.বাড়িয়ায় বিয়েতে “দই” কম দেওয়াকে কেন্দ্র করে মারামারি অতপর কনের বাবাকে পিটিয়ে হত্যা


নিহতের স্বজনরা জানান, ৫ বুধবার অক্টোবর ২০২১ দুপুরে ইকবাল হোসেনের মেয়ে কারিমার সঙ্গে পাশের গ্রামের দুলাল মিয়ার ছেলে পারভেজের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের লোকজন আসতে দেরি হওয়ায় তাদের খাবার আলাদা করে মজুদ রাখা হয়।
পরে খাবার পরিবেশন করা হলে টেবিলে বসা দুই ব্যক্তি দই টক হয়ে গেছে বলে অভিযোগ করেন এবং খাবারও ভালো হয় নাই, ফকিন্নিরাও এমন খাবার খায় না বলে মন্তব্য করেন।
এ নিয়ে কনে ও বর দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিয়ে বাড়িতে থাকা মুরুব্বিদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় ১৭ জনকে আসামি একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।