কুকুরের প্রতি গভীর ভালোবাসার কারণে সম্মাননা পেলেন জয়া আহসান

এদিকে দ্য পিপল ফর অ্যানিমেসন এর উদ্যোগে আনন্দিত জয়া আহসান। কলকাতায় ‘ওসিডি’ চলচ্চিত্রের ডাবিংয়ের ফাঁকে মঙ্গলবার তিনি বলেন, ‘সত্যি বলতে, অভিনয়জীবনে অনেক সম্মাননা পেয়েছি।
এটাও ঠিক, আসলে আমি তো কোনো কিছু পাওয়ার জন্য কিছু করি না। অভিনয়ের ফাঁকে যে সময়টুকু পাই, তা পশুপাখি ও প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করি।৷৷৷
বিশেষ করে কুকুরের প্রতি আমার অন্য রকম একটা ভালো লাগা কাজ করে। কারণ আমি ছোট বেলায় দেখিছি রাস্তায় কুকুর গুলোই বেশী অবহেলিত থাকে। তখনই প্রতিঙ্গা করেছি যে ওদের জন্য কিছু একটা করবো।।
আমার এ পুরুস্কার শুধু পুরুস্কার না এটা অন্য কাউকে অনুপ্রাণিত করবে, সেটা হবে আরও বেশি ভালো লাগার। আমাদের নতুন প্রজন্ম যথেষ্ট প্রাণিবান্ধব এবং তারা সোচ্চার। সব গোড়ামিকে পাশ কাটিয়ে তারা পশুপাখির দুঃখ-কষ্ট অনুভব করে। অনেক সময় সামাজিক প্রতিবন্ধকতাও এ কাজের বাধা হয়ে দাঁড়ায়। সেসবের বিপরীতে দাঁড়িয়ে পশুপাখির প্রতি মমতা দেখাতে পিছপা হয় না। হয়তো আমি লাইমলাইটে আছি বলে আমারটা সবাই দেখতে পায়। যাদের সঙ্গে আমাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে, তা আমার কাছে বড় একটা প্রাপ্তি মনে হয়েছে।
তিনি আরও বলেন, পশু-পাখি আমাদের সমাজেরই একটি অংশ। সুতরাং এদের প্রতি আমাদের আর যত্নবান হওয়া উচিত।