একাকিত্বই আমাকে নেশাগ্রস্ত করেছে, নিজ বাবার সাথে কথা বলতেও আমাকে এপয়েন্টমেন্ট নিতে হতোঃ আরিয়ান খান

সময় বড়ই আজব জিনিস। কেউ টাকার অভাবে সন্তানকে মানুষ করতে পারেনা আবার কেউ সময়ের অভাবে। সুপারস্টার শাহরুখ খানের ক্ষেত্রে হয়ে সময়ের অভাব। কোটি কোটি টাকা থাকার পরও ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হয়েছেন মাদক নিয়ে।
বলিউড সুপারস্টার শাহরুখ খান এতোই ব্যস্ত থাকেন যে, নিজ পরিবার সাথে কথা বলার সময় টুকু পান নি তিনি। নিজ ঘরে বাবা শাহরুখের সাথে দেখা করতে ছেলে আরিয়ান খানেরও প্রয়োজন পড়তো বাবার ব্যক্তিগত সহকারীর কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টের। পুলিশের জেরার আরিয়ান খান বলেছেন এসব কথা।
টাকা ও সময় এই দুইয়ের অভাবেই বাচ্চা নস্ট হয়। তবে পরিহাসের ব্যাপার, মাদক মামলায় এনসিবির হেফাজতে আটক আরিয়ানের সাথে দেখা করার জন্য এবার অনুমতি নিতে হলো শাহরুখ খানকে। বাবার সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন ২৪ বছর বয়সী আরিয়ান, জানিয়েছে এক এন বি আর সদস্য।
এনসিবির জেরায় আরিয়ান খান বলেন, বাবা এতোই ব্যস্ত থাকেন যে তার সাথে দেখা করার জন্য তার ব্যক্তিগত সহকারী পূজার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো। কেবল এর পরেই আমি বাবার সাথে দেখা করতে পারতাম। ধীরে ধীরে আমাদের মাঝে একটা দুরত্ব হয়ে গিয়েছিল। বাবার মার ব্যস্ততা তাই আমাকে এ নেশার দিকে ঠেলে দিয়েছে।
জানা গেছে, বাবার সাথে মাত্র ২ মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলেন আরিয়ান খান। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর রোববার ৩ অক্টোবর ২০২১ প্রথম তাদের কথা হয়েছে বলে জানা গিয়েছে। এনসিবি সূত্রে জানা গেছে, কর্মকর্তারা তাকে জেরা করার সময় বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন ২৪ বছরের তারকা-সন্তান। জেরার সময়ে আরিয়ান জানিয়েছেন, ৪ বছর ধরে তিনি মাদক নিচ্ছেন। তিনি তার এ কর্মের জন্য লজ্জিত।
শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ১৫ গ্রাম কোকেন, ২৫ গ্রাম চরস, ২৩টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৭,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।
বাবা মাকে সন্তানকে পর্যাপ্ত সময় দিন, তাদের মনের চাহিদা গুলো বুঝার চেস্টা করুন। তাহলে অন্য পথে ধাবিত হতে পারেন আপনার প্রিয় সন্তান।