মাদক সেবনের দায়ে আটক হলেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান

ভারতের ফিল্ম জগতের কিং খান হলেন শাহ রুখ খান। পুত্র আরিয়ান খান কন্যা সোয়ানাখান ও ছোট ছেলে আব্রাহাম আর স্ত্রী গৌরী খানকে নিয়েই তার সংসার। শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে অনেক নিয়ে অনেক জল্পনা কল্পনা সে কবে ফিল্মে পা রাখবে, কিবে বাবার মত অভিনয় দিয়ে গোটা পৃথিবীকে নিজের জাত চিনাবে। ভক্তদের আশায় বালু ঢেলে আরিয়ান গ্রেপ্তার হলেন মাদক মামলায়।
ভারতের মুম্বাইয়ে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালায় পুলিশ, অভিযানে ১০ জনকে আটক করেন পুলিশ কর্মকর্তারা। তাদের মধ্যে অন্যতম বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও ছিলেন।
শনিবার নাটকীয় কায়দায় প্রমোদতরীতে হানা দেয় ভারতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। তারা আগেই বুঝতে পেরেছিল তরীতে মাদক রয়েছে। কিন্তু তাদের জানা ছিলো না যে প্রমোদতরীতে শাহরুখ পুত্র ছিল।
পুলিশ জানিয়েছে, প্রায় ৫ ঘণ্টা জেরার পর আরিয়ান স্বীকার করে নেন, ওই পার্টিতে মাদক নিয়েছেন তিনি। মদ, হিরোইন, গাজা তিনি সেবন করেছেন।
এদিকে জানা যায়, ওই মাদক পার্টির খবর ১৫ দিন আগেই জানতে পারে পুলিশ। অবশেষে যাত্রী সেজে সেখানে পৌঁছে শাহরুখ পুত্র আরিয়ান, তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টসহ মোট ৮ জনকে আটক করে এনসিবি।
অবশেষে রোববার সকালে আরিয়ান খানকে আটক করে জিজ্ঞাসাবাদের কথা জানায় এনসিবি। বেলা যত গড়িয়েছে ততই মাদক মামলায় শাহরুখ পুত্রের নাম জড়ানো নিয়ে চাঞ্চল্য বেড়েছে।
শেষমেষ বিকেল চারটে নাগাদ আরিয়ান খানকে গ্রেপ্তারের বিষয়টি জানায় এনসিবি। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, দুপুর ২টার দিকে গ্রেপ্তার করা হয় শাহরুখ খানের বড় ছেলেকে।
আরিয়ানের সঙ্গে পাওয়া গেছে, নিষিদ্ধ মাদক ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা। ২০ গ্রাম কোকেন, ২৫ গ্রাম চরস, ৩০টি এমডিএমএ পিলস সঙ্গে ছিল আরিয়ানের।
ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করবার পর এদিন জে জে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয় আরিয়ানের। মেডিকেল রিপোর্ট হাতে আসলেই বুঝা যাবে সে নেশায় আসক্ত কিনা। তবে আরিয়ান আগেই স্বীকার করেছেন সে ড্রাগ নিয়েছেন। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন শাহরুখ খান পুত্র।
আরিয়ান খানের সাথে আরো গ্রেপ্তার করা হয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট এবং দিল্লির ফ্যাশন ডিজাইনার মুনমুন। এই তিনজন ছাড়াও আটক ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে নুপূর সারিকা, ইশমিত সিং, মোহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়ার। প্রত্যেকেই বিত্তশালী পরিবারের সন্তান। মোহক, নুপূর ও গোমিত তিনজন দিল্লির বাসিন্দা, বাকিরা থাকেন মুম্বাইয়ে।