এক ব্যক্তির ছয়জন স্ত্রী, ছয়জনই একত্রে গর্ভবতী

মানুষের বিচিত্র শখ রয়েছে কারো গাড়ির শখ, কারো বাড়ির শখ, কারো গোল্ডের শখ। কিন্তু নাইজেরিয়ার এক ধন-কুবেরের শখ বিয়ে করা।
একটি বিয়ের অনুষ্ঠানে এই নাইজেরিয়ান ৬ জন স্ত্রী নিয়ে হাজির এবং ৬ জনই গর্ভবতী। তার এক বন্ধু দাবি করেন, ওই ছয়জনই গর্ভে তার সন্তান ধারণ করছেন। ঘটনাটি আফ্রিকার দেশ নাইজেরিয়ার। তিনি নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসের একটি নাইট ক্লাবের মালিক। তিনি অঢেল সম্পদের মালিকও।
তার স্ত্রীরা খুব খুশি তার মত স্বামী পেয়ে। তার একজন স্ত্রী জানান আমরা আমাদের জীবনের সেরা সময় পার করছি’। ওই ছয় গর্ভবতী নারী তার সন্তানের মা হবে উল্লেখ করেন। এসময় তিনি প্রত্যেকের বেবি বাম্প স্পর্শ করে দেখার ভিডিও দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, প্রিটি মাইকের এর আগে একাধিক গার্লফ্রেন্ড ছিল। গত বছরের সেপ্টেম্বরে তিনি ৫ জন নারীকে নিয়ে বিয়ের পোশাকে পোজ দিয়েছিলেন। ছবির নিচে তিনি লিখেন, ‘আমার ৩ জন গার্লফ্রেন্ড এবং ২ জন সাবেক প্রেমিকা বিয়ে করা আমার স্বপ্ন।
তিনি বলেন, ‘আমাদের সবার স্বপ্ন থাকে এবং আমাদের সবার কল্পনা থাকে। আমারও আছে সেটা হলো বিয়ে করা। আমার স্ত্রী সবায় খুব ভালো, সবায় এক সাথে মিলেমিশে সময়টা উপভোগ করে। আমি ভবিষ্যতে আরও বিয়ে করবো।
ঘর ভরা স্ত্রী আর বাচ্চা আমার খুব পছন্দ। মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করে যাবো।
এর আগে ২০১৭ সালে তিনি একটি অনুষ্ঠানে কুকুর বাঁধার চেইনে একটি মেয়েকে বেধে এনে তিনি সমালোচনার শিকার হন। পরে এ কারণে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। জেলও খাটতে হয়েছিল তাকে। পরে জরিপানা করে ছেড়ে দেওয়া হয় মাইক কে।
তার সর্বশেষ ঘটনাটি সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে তার সমালোচনা করেছেন।অনেকে তাকে শুভকামনা জানিয়েছেন। অনেকে তার এই কাজকে পাগলামি হিসাবে আখ্যা দিয়েছেন। যে যাই বলুক মাইক নিজের কাজ নিয়ে খুশি, সে সেটা চালিয়ে যাবেন।