১০০ বছর পর রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হলো রাশিয়ায়

রাশিয়ায় আবারো রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হলো ১০০ বছর পরে।রুশ বিপ্লবের একশো বছর পর রাজকীয় ভাবে রাশিয়ার রাজপরিবারের এক সদস্যের বিয়ের আয়োজন করলো
পহেলা অক্টোবর রোমানভ রাজপরিবারের সদস্য গ্র্যান্ড ডিউক মিখাইলোভিচ রোমানভের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় সেন্ট পিটার্সবার্গের ঐতিহ্যবাহী সেন্ট ইসাক’স ক্যাথেড্রালে।
ইতালির নাগরিক ভিক্টোরিয়া রোমানোভনা বেত্তারিনি রোমানভের স্ত্রী। তারা বিয়ে করেন অর্থোডক্স রীতি অনুযায়ী। স্পেনে জন্ম চল্লিশ বছর বয়সী রোমানভের। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।মস্কোয় বসবাস করতে শুরু করেন ২০১৯ সালে।বিভিন্ন দাতব্য প্রকল্পে কাজ করেন তিনি। তার স্ত্রী স্ত্রী ইতালিয়ান একজন কূটনীতিক। ইউরোপের অনেক দেশের রাজপরিবারের মানুষেরা তাদ বিয়েতে ছিলেন।
এর আগে সেন্ট পিটার্সবার্গে রাজপরিবারের সর্বশেষ বিয়ের আয়োজন হয় ১৮৯৫ সালে।রোমানভ রাজবংশের শেষ সম্রাট দ্বিতীয় নিকোলাসের বিয়ের অনুষ্ঠান ছিলো সেটি।প্রায় সাড়ে তিনশো বছর ধরে রাশিয়া শাসন করে আসছে রোমানভরা।