১০০ জন স্ত্রী ও ৫০০ জন সন্তানের পিতা ক্যামেরুনের বর্তমান রাজা

সারা বিশ্বে রয়েছে নানা রকমের মানুষ। এবং এইসব মানুষের রয়েছে বিচিত্র সব রীতিনীতি ও শখ।এবার বিচিত্র এক ঘটনার কথা শোনা গেলো ক্যামেরুনের বাফুটে।সেখানে রয়েছে বহুবিবাহের প্রচলন। সেখানকার বর্তমান রাজা দ্বিতীয় আবুম্বী।সেখানে কোনো রাজার মৃত্যু হলে পরের রাজাকে নিতে হয় আগের রাজার সব স্ত্রী এবং সব সন্তানদের দায়িত্ব।
১৯৬৮ সালে বাবার মৃত্যু হলে আবুম্বী পেয়ে যান ৭২ জন স্ত্রী। আগের রাজার স্ত্রীদের নতুন রাজা স্ত্রীর মর্যাদা দিয়ে রাজ্য পরিচালনা শুরু করেন।আগের রাজার সকল সন্তানদের বাবাও হন নতুন রাজা।
সেই হিসাবে বাফুটের রাজা আবুম্বীর বর্তমান স্ত্রীর সংখ্যা দারিয়েছে ১০০ জনের উপরে। রাজার প্রত্যেক স্ত্রীই শিক্ষিত এবং তারা অনেকগুলো ভাষাতেও কথা বলতে পারেন।
রাজা বলেন তাদের স্থানীয় রীতি এবং সংস্কৃতি কে বাঁচিয়ে রাখাই উদ্দেশ্য বলে মনে করেন বর্তমান রাজা দ্বিতীয় আবুম্বী। রাজার প্রকৃত মা বা বোন রাজার সহায়িকা এবং প্রধান উপদেষ্টার ভুমিকা পালন করে থাকেন।রাজার ভাইয়েরাও রাজাকে রাজ্য পরিচালনায় সহায়তা করেন। কিন্তু রাজার হঠাৎ মৃত্যুতে ভাইয়েরা রাজ্য শাসনের ক্ষমতা পায়না বাফুটে।