জীবন্ত মানুষের কবর! দৈনিক জিয়ারতও করেন তিনি

ক্ষনস্থায়ী এই জীবনের জন্য মানুষ কতো কিছুই না করে থাকে। বাড়ি -গাড়ি,দালানকোঠা আরো কতো কি।তাই বলে মৃত্যুর আগেই কেউ তার কবরের জন্য জায়গা কিনে রাখে এমনটা কখনো শোনা যায়নি।কিন্তু এবার এমনটাই করেছেন পাবনার এম জি বিপ্লব চৌধুরী। এ যেন এক জীবন্ত মানুষের করব।
আরিফপুর সদর গোরস্তানেই টাইলস বাধানো সেই কবর।কবরের নামফলকে লেখা এম জি বিপ্লব চৌধুরী (সাংবাদিক)। জায়গা কিনে তিনি নিজের মতো করে যত্ন নিচ্ছেন সেই কবরের।সপ্তাহে কয়েকবার আসেন সেই গোরস্তানে। দোয়া করেন সেখানকার সকল কবরবাসীদের জন্য।
স্থানীয় একটি পত্রিকার সম্পাদক এম জি বিপ্লব চৌধুরী। প্রায় ৪০ বছর সাংবাদিকতা পেশায় ছিলেন।
কার মৃত্যু কখন কোথায় হবে তা কেউই জানে না।তবুও তার আশা মৃত্যুর পর যেনো থাকতে পারে এই কবরে।আরিফপুর কবরস্থানে অনেক করব আছে। কিন্তু জীবিত কোনো মানুষের করব এই একটিই।স্বামীর হাত ধরে স্ত্রীও কবরের পাশে যান।দুজনে মিলে একসঙ্গে দোয়া করেন সকল কবরবাসীদের জন্য।
জীবন্ত অবস্থাতেই তিনি একটি করব বেধে রেখেছেন। আল্লাহর প্রতি কতটা ভয় থাকলে মানুষ এমনটা করতে পারে সেটাই বলেছেন গ্রামবাসীরাও। সে অনেক ভালো মনের মানুষ এবং আল্লাহ তার মনের আশা পূরণ করুক সেটাই বলেন এলাকাবাসী।
এম জি বিপ্লব চৌধুরী বলেন,আল্লাহ যেন এই কবরে নয়ে আসেন তাকে।এবং কবরে আনার পরে আল্লাহ যেন তাকে মাফ করে দেন তেমনটাই বলেন তিনি।
বিপ্লব চৌধুরীর এমন কর্মকাণ্ড নিয়ে এলাকায় আছে মুখোরোচক আলোচনা। জীবন্ত অবস্থায় নিজের কবরের জায়গা কিনে তা পাকা করার ঘটনা ইসলাম ধর্ম সমর্থন করেন না বলে মনে করেন ইসলামিক চিন্তাবিদরা। তারা বলেছেন জীবন দশায় মানুষের মৃত্যু ভয় থাকা ভালো। তাতে জাগতিক লোভ-লালসা মুক্ত থাকে মানুষ।