পুলিশের নজরদারিতে আছেন নায়িকা পুর্নিমা

খবরটি শুনে পূর্ণিমা ভক্তদের কপালে চিন্তার ভাঁজ নিশ্চয়ই পড়েছে। ভয়ের কিছু নেই। বাস্তবে এমনটা ঘটেনি। নতুন একটি ওয়েব ফিল্মে পুর্নিমাকে দেখা যাবে এমন দৃশ্যে। ওয়েব সিরিজের নাম ‘মুন্সিগিরি’। নির্মাণ করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। গত মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ প্রকাশিত ট্রেলারে ওয়েব সিরিজটির টানটান উত্তেজনায় ভরা কিছু মুহূর্ত দেখা গেছে। তবে ভিন্ন ধারার কাহিনি নিয়ে তৈরী হচ্ছে এ ওয়েব সিরিজটি।
মুন্সিগিরি’র কেন্দ্রীয় চরিত্র তথা গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
ট্রেলার দেখে বোঝা যায়, পূর্ণিমার স্বামীকে হত্যা করে কেউ। সেই হত্যাকাণ্ডের তদন্তই করতে আসেন চঞ্চল চৌধুরী। তদন্তের এক পর্যায়ে তার সন্দেহের তীর যায় সুন্দরী পূর্ণিমার দিকে। সে কারণে চঞ্চলকে উদ্দেশ্য করে নায়িকা বলেন, ‘সন্দেহটা কি আমাকে নিয়ে? দেখতে আমি সুন্দর বলে।’
শিবব্রত বর্মনের উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজটি বানানো হয়েছে। খুব সুন্দর একটা চমম আছে এই ওয়েব সিরিজে। যা দর্শন সিরিজটি না দেখলে বুঝা যাবে না।