অমূল্য সোনার চেইন মাথায় স্থাপন করে বিপাকে রেপার ডেন সুরি

এই পৃথিবীতে নানা ধরনের মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন। আবার তাদের মধ্যে দিয়েছেন নানান রকম শখ। মানুষ নিজেকে শিরোনামে আনার জন্য নানা রকম কৌশল অবলম্বন করে থাকে। অনেক সময় নিজেকে হাইলাইট করার জন্য নিজের জীবনকেও বাজি রাখে।
ঠিক তেমনি এক ম্যাকছিকান রেপার ডেন সুরি, অল্প বয়সেই হয়েছেন মিলিয়নপতি। তিনি রেপ গান গেয়ে থাকেন।
রেপাররা তাদের চুল কে নানা রঙে সাজায় কিন্তু ডেন সম্পুর্ন আলাদা সে তার মাথার চুল ফেলে মাথায় ইমপ্লান্ট করেছেন বিভিন্ন রঙের দামী দামী সোনার চেইন। যার মুল্য মিলিয়ন ডলারের উপরে। ডাক্তার তাকে নিষেধ করেছিলেন ইমপ্লান্ট না করার এতে তার স্বাথ্য ঝুঁকিতে পরতে হবে। কিন্তু তিনি ডাক্তার এর কথা আমলে নেন নি।
তিনি এখন অনেক ভয়ে আছেন তার মাথার মুল্যবান সোনার চেইন গুলো নিয়ে। কয়েক সপ্তাহ আগে লিল ওজি নামাক রেপার তার কপালে ২৭০ কোটি টাকা দামের পিংক কালার ডাইমন্ড বসিয়ে ছিলেন। কিন্তু লিল পরেছিলেন বিপাকে। গান গাওয়ার সময় কিছু দর্শক তার কপাল থেকে ডাইমন্ডটি কেটে নেয়ার চেস্টা করেন কিন্তু অল্পের জন্য বেচে যান।
তাই ডেন খুবিই চিন্তিত সে এখন কোন প্রোগ্রাম এ যেতে পারছেনা। সারাক্ষন শুধু ভয়ে থাকেন।
তার মাথার অমুল্য সম্পদ এখন গলার কাটা হয়ে দাড়িয়েছে।