সালমান খান বিয়ে না করলে আমি বিয়ে করবো নাঃ নায়ক জায়েদ খান

বাংলাদেশের চলচিত্র সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খান একজন সালমান খান ভক্ত মানুষ। নিজের হাতেও পরেন সালমান খানের অনুরূপ ব্রেসলেট। তার নামের শেষে ও আছে খান। কিন্তু একটাই অমিল সেটা হলো ভারতের সালমান ছবি মুক্তি পেলেই হিট আর জায়েদ খানের ছবি মানেই সুপার ফ্লোপ। বয়স ৪০ পেরুলেও এখনও বিয়ে করেননি জায়েদ খান। তাহলে কি গুরুর পথ অনুসরণ করছেন জায়েদ।
তিনি বলেন এখনও বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তত নই আমি। এফডিসিতে শিল্পী সমিতির অফিসে বিয়ে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জায়েদ।
জায়েদ খান বলেন, আমার বাবা মারা গেছেন ছয়মাস হলো, বাবা বলতেন বিয়ে করতে। এখন আমার মা ও বড় ভাইয়েরাও বলেন বিয়ের কথা। কিন্তু আমি মনে করি এখনও বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তত নই আমি। তাই আপাতত বিয়ের কথা ভাবছি না। আমি আমার ক্যারিয়ার ও নতুন সিনেমা নিয়ে ভাবছি। আগে ক্যারিয়ার, বিয়ে তো পরে করাই যাবে।
নিজের ব্যাপারে জায়েদ খান বলেন, আমি বেসিক্যালি সিঙ্গেল, আমার আপাতত কোনো গার্লফ্রেন্ড নাই। অনেক মেয়েই আমার সাথে দেখা করতে চায় প্রেম করতে চায় কিন্তু আমি তাদেরকে বলি পারসোনাল মিটং এ যাওয়ার সময় আমার নাই। সমিতিতে এসে দেখা করতে, নাহলে আবার বিতর্ক তৈরি হবে।
২০১৭ সালে প্রায় ৪ বছর আগে মুক্তি পেয়েছিলো তার সর্বশেষ চলচ্চিত্র অর্ন্তজ্বালা। এরপর কোনো শুটিংয়ে দেখা যায়নি ঢাকাই সিনেমার জনপ্রিয় এ চিত্রনায়ককে। তবে সম্প্রতি সোনার চর শিরোনামের তারকাবহুল একটি সিনেমার শ্যুটিং শুরু করেছেন তিনি।