মেসি গুরুর পেটে ছুরি মেরে প্রথম গোল উজ্জাপন করলেন পিএসজির হয়ে

এমবাপ্পেকে দেখে পাস দিলেন মেসি। তবে নিজে গোল না করে দুর্দান্ত এক ব্যাকহিলে মেসিকে আবার সেই পাস ফেরত পাঠালেন এমবাপ্পে। বল পেয়েই বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শট মারেন মেসি। গোল ঠেকাতে পরাস্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির কিপার।
পিএসজির জার্সি গায়ে মেসির গোলটা এমন ছবির মতো সুন্দরই হলো। গোটা ম্যাচে তেমন কিছু না করতে পারলেও মেসি দেখিয়ে দিলেন, এমন ২-১ টা জাদুকরি মুহূর্তেই সবকিছু তছনছ করে দিতে পারে প্রতিপক্ষের স্বপ্ন। প্যারিসের দর্শকেরাও দেখলেন, দেখলো গোটা ফুটবল বিশ্ব। মেসি কী করতে পারেন! মেসি কি জিনিস তা সবার ই জানা। তবে পিএসজির হয়ে ২ ম্যাচে গোল না পেয়ে একটু হতাস হয়ে পরেছিলেন তিনি।
পিএসজির হয়ে মেসির প্রথম গোলের দিনে পিএসজি জয় পাবে না, তা কি হয়? সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গানা গেয়ে ও মেসির গোলের সাহায্যে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। সাবেক গুরু মাথায় বারি দিয়েই পিএসজি যাত্রা শুরু করলেন এই আর্জেন্টাইন গোল মেশিন।
কিন্তু এ ম্যাচে মেসি যে ম্যাচে খেলবেন, সেটাই নিশ্চিত ছিল না খেলার আগ মুহুর্ত পযন্ত । পায়ের চোটটা বেশ কয়েক দিন ধরেই ভোগাচ্ছিল আর্জেন্টাইন অধিনায়ককে। কিন্ত সব জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে মাঠে নামনেল মেসি পুরো ৯০ মিনিট মাঠে দাপিয়ে বেড়িয়েছি তিনি।
শুধু মেসিই নন, চোটের কারণে ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও খেলতে পারেন কি না, সেটা নিয়েও সন্দেহ ছিল। মেসির মতো ভেরাত্তিও এই ম্যাচেই ফিরেছেন মাঠে। দুজন মিলে দর্শকদের উপহার দিয়েছেন অসাধারণ এক গোল। তাতেই ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী দলের বিপক্ষে ২-০ গোলে জেতার সুখ নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন পিএসজির সমর্থকেরা। মেসির প্রশংসার ভাসছে বিশ্ব গন মাধ্যম গুলো। স্বরুপে ফিরে আসুক মেসি এটাই সবার চাওয়া।