কান ইতিহাস গড়লো বাংলাদেশ, সেরা পুরস্কার জিতে নিলো বাংলাদেশের সিনেমা ‘TOMORROW ‘

আবারও ইতিহাস গড়লো বাংলাদেশ। ভূমধ্যসাগরপারের কান সৈকতে উঠলো বাংলাদেশের জয়ধ্বনি। কানবিশ্ব চলচ্চিত্র উৎসবে সেরা এনিমেশন এর পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের ‘TOMORROW ‘।
কান ফিল্ম ফেস্টিভ্যাল এবং কান ওয়াল্ড ফিল্ম ফেস্টিভ্যাল দুটোই আলাদা। ওয়াল্ড ফিল্ম ফেস্টিভ্যালে মৌলিক ও পরীক্ষামূলক ধাচের সিনেমা এবং একেবারে আনকুড়া নির্মাতাদের তুলে আনা হয়।উৎসবের চুড়ান্ত ইভেন্টে “TOMORROW” সেই যোগ্যতার মাপকাঠিতে উৎরে গেছে।
মোঃ সিহাবউদ্দিন পরিচালিত স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা শুরু সাড়ে তিন বছর আগে।এতে ছুড়ি- কাচি চালানো হয়েছে ১৯ বার।১৬ বছরের ক্যারিয়ারে পরিচালক সিহাব এত বড় থ্রিডি এনিমেশন সিনেমা এর আগে বানাননি।১৫ জনের দলে ৩৫০ টি শর্ট বানাতে সময় লেগেছে ২ বছর।
বাংলাদেশে এর আগেও এনিমেশন শর্ট ফিল্ম নির্মিত হয়েছে। কিন্তু সব ছাপিয়ে “TOMORROW ” নিয়েই কেন এতো আলোচনা। জলবায়ু পরিবর্তন শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বেই মহাগুরুত্বপূর্ণ এক ইস্যু।বাংলাদেশে বাড়তে থাকা কার্বন ও কপালে চিন্তার ভাজ ফেলেছে রাষ্ট্র নেতাদের।
মানুষ জঙ্গল উজার করছে মহা উৎসবের সাথে। বাড়িয়ে তুলছে অক্সিজেন সংকট। মানুষকে সচেতন করে তোলাই বড় চ্যালেঞ্জ। সেই মিশনেই বড় এক আশা হয়ে এসেছে “TOMORROW”।
২০১৯ সালে মুক্তি পাওয়ার পর এই ছবির বৈষিক আবেদন দেখে এখন নানা ভাষায় ডাবিং এর পরিকল্পনা চলছে। ২৫ টি ভাষায় সাবটাইটেল করা হবে। সম্প্রতি ৮ টি ভাষায় ডাবিং যোগ করা হয়েছে।