ছেলে জয়ের জন্মদিনে আসেনি নায়ক শাকিব খান

শাকিব-অপু দম্পতির পুত্র সন্তান জয়। ৫ বছরে পা দিয়েছে এই ক্ষুদে সুপারস্টার।
আজ ২৭ সেপ্টেম্বর ২০২১ জয়ের জন্মদিন। খুব বেশি আয়োজন না থাকলেও জন্মদিনের প্রথম প্রহরেই কেক কেটেছেন অপু বিশ্বাস। অপু ফেইসবুকে কেক কাটার কয়েকটি ছবি আপলোড করেন। এতে দেখা যায় মা ছেলেকে আবার ছেলে মাকে কেক খাইয়ে দিচ্ছেন।
গত বছরের ১৭ সেপ্টেম্বর ২০২০ অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা যান। যে কারণে গত বছর জন্মদিনের কোনো আয়োজন রাখেননি এই নায়িকা। জয় মায়ের সঙ্গেই থাকে। পড়াশোনা করছে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে। জন্মদিন এ আসেনি নায়ক শাকিব খান। তবে ছেলের জন্যে ফেইসবুকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
সন্তানের বিশেষ এই দিনে ফেইসবুকে শুভেচ্ছা জানিয়ে শাকিব লিখেছেন: ‘পৃথিবীর প্রায় সবকিছুর শুরু ও শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই তা সীমাহীন। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার যা আমি কখনো হাড়াতে চাই না। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাম খান জয়। অবিরাম ভালোবাসা রইলো তোমার জন্য।