বাচতে হলে জানতে হবে, হাই-কমোড কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

আমরা যারা তথাকথিত হাই কমোড ছাড়া মলত্যাগে অভ্যস্ত না।এটা তাদের জন্য।
#কোলন_ক্যান্সার
কোলন ক্যান্সার বর্তমান বিশ্বে সবচেয়ে প্রাণঘাতী রোগ। এ রোগ দিন দিন লাগামহীন ভাবে বাড়ছে। একটু সচেতন হলে কোলন ক্যান্সার থেকে বাচা সম্ভব।
বলিউডের ইরফান খানের পরে; হলিউডের চ্যাডউইক বোসম্যান মারা গেলেন কোলন ক্যান্সারে। কোলন ক্যান্সারের অন্যতম কারণ দ্রুত মলত্যাগ করা ও মলত্যাগ করতে বসার পদ্ধতি। প্রচলিত লো-কমোড ওয়াশরুমের চেয়ে হাই-কমোড/সিটিং কমোডে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। সিটিং কমোডে পায়ুনালী সোজা না হয়ে, বাঁকানো থাকে৷ ফলে পরিপূর্ণভাবে মলত্যাগ হয় না। যা ক্ষতের সৃষ্টি করে, ইহা পর্যায়ক্রমে ক্যান্সারে পরিণত হতে পারে। বিলাসিতার জন্য সিটিং কমোড এখন বহুল ব্যবহৃত হয়, তবে পায়ুনালী সোজা রাখতে পায়ের তলায় প্লাস্টিকের টুল ব্যবহার করতে পারেন।
বিঃদ্রঃ এখানে কোনো হাসির কথা বলা হয়নি,এটা সকলেরই জানা প্রয়োজন।
(collected)