পরিবর্তন করা হবে আফগানিস্তানের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টঃ তালেবান

দেশটির নতুন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের আগের সরকারের দেওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট এখনই অবৈধ করা হচ্ছে না। জাবিউল্লাহ বলেছেন, দেশটিতে আগের সরকারের নথিপত্রও বৈধ বলে বিবেচিত হবে। আমরা তারাহুরা করে কোন কাজ করব না, ধীরে ধীরে পরিবর্তন করবো।
আফগানিস্তানে এখনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিভাগ বন্ধ আছে। কেবল যাঁরা বায়োমেট্রিক তথ্য দিতে সম্মত, তাঁরাই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পান।
তিনি আরে বলেন, শরিয়াহ আইন এর ভিত্তিতে আফগানিস্তান পরিচালিত হবে, আফগানিস্তান থেকে একদিন সমগ্র পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ।