আলিশান বাড়ি না বানিয়ে অসহায় মানুষের জন্য হাসপাতাল বানিয়ে দিলেন নায়ক ইলিয়াস কাঞ্চন

১৯৯৩ সালের ২২ অক্টোবর এক সড়ক দু;র্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মারা যান। এতে সম্পুর্ন ভেঙ্গে পরেন ইলিয়াস। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা দুজনেই। তাই প্রিয় জন কে হাড়িয়ে ২য় বিয়েটি আর করা হয়নি এই নায়কের।এক ছেলে ও এক মেয়েকে নিয়েকে নিয়ে পাড় করে দিয়েছেন ২৮ টি বছর। দীর্ঘ ২৮ বছর সংবাদ সম্মেলন করেছেন তিলি ’ নিরাপদ সড়ক চাই’ নামে একটি সংগঠন গঠন করেন। সেই থেকে চলচ্চিত্রের পাশাপাশি সমাজসেবা করছেন জনপ্রিয় এই চিত্রনায়ক। সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক। তিনি ঘোষনা দিয়েছেন নান্দনিক বাড়ি না বানিয়ে এই জমিতে হাসপাতাল। যেখানে সেবা দেওয়া হবে মানুষকে।
আমার যা আছে তাই দিয়েই হাসপাতালের কাজ শুরু হয়েছে। এর মধ্যেই ছয়তলার প্ল্যান পাশ হয়েছে। জেনারেল হাসপাতাল হলেও এখানে বেশি গুরুত্ব দেওয়া হবে সড়ক দুর্ঘটনায় আহত মানুষদের।’ অনেক সহযোগিতা করেছেন ইঞ্জিনিয়ার স্বপন ভাই। আমি আমার স্বপ্ন পূরণ করে চলেছি। সবার ই উচিৎ নিজ নিজ জায়গা থেকে দেশের মানুষের জন্য কিছু করা।
যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাবো। এটাই আমার স্বপ্ন ও কাজ। তিনি আরো জানান, ২০০০ সালে নিজ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সর্বশেষ চলচ্চিত্র ’মুন্না মাস্তান মু;ক্তি দেন তিনি। সেই ছবি থেকে যে আয় হয় তা দিয়ে হাসপাতালের জমিটি কিনে রেখেছিলেন।
১৯৭৭ সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্র অভিনেতা ছাড়াও তার দুটি পরিচয় হল চলচ্চিত্র প্রযোজক এবং চলচ্চিত্র পরিচালক। মাটির কসম সিনেমার মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনা এবং বাবা আমা’র বাবা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালনা শুরু করেন।