ভারতের চক্রান্তে বাতিল হয়েছে নিউজিল্যান্ডের পাকিস্তান সফরঃ পাকিস্তানী গনমাধ্যম

ভারত পাকিস্তান মানেই দা কুমড়া সম্পর্ক। কেউ কাঊকে ভালো ভাবে গ্রহণ করে না। দু দেশ ই মুখে একে অপরের বন্দনা গাইলেও ভিতরে ভিতরে এক হাত দেখিয়ে দেওয়ার চেস্টা করে। টি-২০ বিশ্ব কাপের পূর্বে সকল দেশ একে অপরের সাথে টি-২০ ম্যাচ খেলছে। নিউজিল্যান্ডের ও পাকিস্তানে গিয়ে ৫টি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল এবং নিউজিল্যান্ড দল পাকিস্তানে গিয়েও ছিল। একদিন অনুশীলন ও করেছে। হটাত তারা নিরাপত্তা ইস্যুতে পারিস্তান ছেড়ে নিজ দেশে ফিরে আসে।
নিউজিল্যান্ডের এমন কান্ডে হতভাগ পুরো ক্রিকেট বিশ্ব। কিন্তু গতকাল ২২ সেপ্টেম্বর ২০২১ নতুন বোমা ফাটালেন পাকিস্তানের গণমাধ্যম , তারা বলেন পাকিস্তান নিউজিল্যান্ড সফর বাতিলের পিছনে চক্রান্ত ছিল ভারতের। তারা বিভিন্ন ভাবে মেইল পাঠিয়ে নিউজিল্যান্ড দল কে বিভ্রান্ত করেছে।
গত ১৯ আগস্ট ২০২১ একটি মেইল পাঠানো হয় মার্টিন গাপ্টিল এর স্ত্রীর কাছে যেখানে তার স্বামী মার্টিন গাপ্টিলকে পাকিস্তানে হত্যা করা হবে । পরে মেইলটি দেখা যায় দিল্লির এক ব্যক্তি পাঠিয়েছে।
ভারতীয় আরেক ব্যক্তি নিউজিল্যান্ড পুলিশকে মেইল করেন হামলা হবে নিউজিল্যান্ড ক্রিকেট দলের উপর। নানা ভাবে ভারতীয়রা চেস্টা করেছে এ সফর বাতল করার । অবশেষে তারা সফলও হয়েছে।
তাই ভারতীয়দের এমন মেইল চালাচালিতে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন নিউজিল্যান্ড দল। শেষে নিরাপত্তা ইস্যু টেনে তরিগরি করে পাকিস্তান ত্যাগ করেন।