পরিমনিকে অশ্লীল ছবি পোস্ট না করার অনুরোধ সোহেল তাজের, তাই শাহরিয়ার কবির ক্ষেপেছেন সোহেন তাজের উপর

বাংলাদশের প্রথম রাষ্ট্রপতি তাজ উদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। সেচ্ছায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর লোভনীয় পথ ছেড়ে তিনি ক্ষান্ত হন নি। তিনি রাজনীতি থেকে আব্যাহতি নেন। সোহেল তাজ এখন তরুন সমাজ নিয়ে কাজ করছে। সম্প্রতি তিনি শরীর ও সাস্থ ঠিক ও ফিট রাখার জন্যে একটি জিম দিয়েছে। তরুন সমাজকে অনুপ্রানিত করছে নেশা থেকে দূরে রাখতে।
সম্পতি সোহেন তাজ পরিমনির এক টি ছবি দেখে সোহেল তাজ তার ফেইছ বুক ওয়ালে এক টি পোস্ট লিখে আপ দেন। শুরু হয়ে যায় সোহেন তাজের পক্ষে বিপক্ষে নানা কথা। পরিমনির ছবিটি ছিল যেখানে পরি হাতে সিগারেট ধরানো আর হাতে লিখা ছিল ফাক মি মোর, সোহেল তাজ লিখেন পরমনি সিগারেট খান তাতে সমস্যা নেই কিন্তু সে এমন একটা পোস্ট কেন স্যোসাল মিডিয়ার পোস্ট করবে। এতে তার ফ্যান ফলোয়াররা কি শিখবে তারা বিপদ গামী হবে। সুত রাং পরির আরো সচেতন হওয়া উচিৎ ছবি পোস্টের ব্যপারে।
সোহেল তাজের এমন পোস্টে নিন্দার ঝড় উঠে নারী বাদী সংগঠন গুলো। বাংলাদেশের মুরগি কবির খ্যাত শাহ্রিয়ার কবির সোহেন তাজের পোস্টের নিচে কমেন্ট করেন।
সোহেল তাজও শাহ রিয়ার কবিরের কমেন্টের উত্তর দেন এইভাবে নিম্নে তা উল্ল