জয়কে ভর্তি করাতে শাকিব-অপু একত্রে স্কুলে গেলেন

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস নিজেদের ছেলে আব্রাম খান জয়কে স্কুলে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন
তাই ছেলেকে নিয়ে রাজধানীর বারিধারার একটি স্কুলে গিয়ে ভর্তির ফরমও পূরণ করেছেন অপু ও শাকি। বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা স্কুলে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিব ও অপু । স্কুল কর্তৃপক্ষ জয়ের ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কিন্তু স্কুলে জয়কে ভর্তি হতে হলে আরো কয়েকমাস অপেক্ষা করতে হবে। কারণ ০৩ বছর না হলে স্কুলে ভর্তি হতে পারবে না জয়। তবে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারা। স্কুল কর্তৃপক্ষের পরামর্শে ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লেতে ভর্তি করা হবে জয়কে।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘জয়ের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। আগামী বছরই এই স্কুলে তাকে ভর্তি করাতে পারবো ইনশাল্লাহ।
তিনি বলেন, ‘ জয় খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই, ওকে একটু পড়াতে চেস্টা করি।
এ প্রসঙ্গে জয়ের মা অপু বিশ্বাস বলেন, ‘জয়ের ব্যাপারে বাবা শাকিব অনেক সিরিয়াস। এত সকালে ভর্তির জন্য স্কুলে চলে আসবে, আমি কল্পনাও করিনি। জয়ের বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে গেলো। সকালে স্কুলের ভেতর বাবা-ছেলের খুনসুটি দেখতে বেশ ভালোই লেগেছে। স্কুলের পরিবেশ দেখে জয়ও অনেক খুশি। কিন্তু আমাদের মন খারাপ হয়ে গেল। তবে আগামী বছর এই স্কুলে জয়কে ভর্তি করাতে পারব। সবাই জয়ের জন্যে দোয়া করবেন যাতে সে অনেক বড় হতে পারে।