জিরো ফিগারের গ্লামার গার্ল খ্যাত শখকে দেখে সবাই শক্ট

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। গত কয়েক মাস ধরেই তার মা হওয়ার গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি শখ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এরইমধ্যে হয়ে গেলো শখের বেবি শাওয়ার অনুষ্ঠান। সেখনে ভিন্ন রুপে হাজির হলে শখ।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে শখের বেবি শাওয়ার আয়োজনের কিছু মুহূর্তের ছবি ও ভিডিও। সেখানে শখকে প্রথম দেখায় অনেকেই চিনতে পারছেন না, চিনা সম্ভবও না। যারা শখকে আগে থেকে চিনেন, তারা তাকে দেখেছে স্লিম ফিগারের গ্লামার গার্ল হিসেবে কিন্তু এই ছবিতে দেখা যাচ্ছে শখ অনেকটাই মুটিয়ে গেছেন। শারীরিক পরিবর্তনের কারণে অনেকেই শখকে চিনতে হিমশিম খাচ্ছেন। এমনকি মিডিয়ায় এই অভিনেত্রীর অনেক সহকর্মীও তাকে দেখে চিনতে পারছেন না। না চেনাই স্বাভাবিক অনেক দিন সে মিডিয়ার বাইরে আবার মুটিয়ে গেসেন অনেক তার প্রভাব পরেছে চেহারায়। মাতৃকালীন সময়ে এমন শারীরিক পরিবর্তন স্বাভাবিক।
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা লিখেছেন- ‘শখকে চেনা যাচ্ছে না কেন?’ তার সেই মন্তব্যের জবাবে শখের ছবি পোস্ট দানকারী লিখেছেন- ‘অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই শখের এই অবস্থা।’ সেই পোস্টে অনেকেই শখকে অভিনন্দন জানিয়েছেন। তার অনাগত সন্তানের জন্যে শুভকামনা জানিয়েছে তার দীর্ঘ দিনের সহকর্মীরা।
এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে শখ গণমাধ্যমকে জানান, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। তাই দোয়া চাই সবার। আমার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আস্তে পারে এবং আমরা যাতে সুখে দুখে এক সাথে থাকতে পারি।
ভক্তদের উদ্দেশ্যে শখ বলেন, ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।
উল্লেখ্য, মডেল ও অভিনেতা নিলয় আলমগীরকে ২০১৮ সালে বিয়ে করেছিলেন শখ। শুরুতে ওই বিয়ের খবরও গোপন রেখেছিলেন শখ। বিয়ের ০২ বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর ২০২০ সালের আগস্টে খবর প্রকাশ হয়, পরে আবারও বিয়ে করেছেন শখ। কিছু দিন আগে নিলয়ও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।