আর দেখা যাবে না গানের মঞ্চে বাপ্পী লাহিড়ীকে, বিশ্ব হাড়ালো তার সুরের জাদু

ভারতের প্রখ্যাত সুরের জাদুকর যাকে বলা হয় তিনি হলে বাপ্পী লাহিড়ী। যার সুরের ঝলকানিতে সংগীত গোটা বিশ্ব মাতোয়ারা। কিন্তু বিশ্ব আর শুনতে পারবে না বাপ্পীর সুরের জাদু। প্রখ্যাত এই শিল্পী হাড়িয়েছেন তার কন্ঠসুর।
ভারতের প্রখ্যাত সংগীত-শিল্পী বাপ্পী লাহিড়ী করোনা ভাইরাসে আক্রান্ত হন এ বছরে । আক্রান্ত হওয়ার পর থেকেই সে অসুস্থ রয়েছেন।
বাপ্পী লাহিড়ী গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন। সংক্রমণ ছড়িয়ে পড়েছিল তার ফুসফুসেও। এরপর থেকেই শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে তার। পরে তাকে গভীর নিবির পর্যবেক্ষনে নেওয়া হয়।
জানা গেছে, বাপ্পি লাহিড়ী নাকি কণ্ঠস্বর হারিয়েছেন। পাঁচ মাস ধরে তার কথা বলা পুরোপুরি বন্ধ । ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বাপ্পী লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী জানান, বাবার কণ্ঠস্বর নিয়ে যা রটেছে, তা একেবারেই মিথ্যা। আসলে পাঁচ মাস ধরে চিকিৎসকের নির্দেশেই কথা বন্ধ রেখেছেন তিনি। এখনও খুবই দুর্বল বাবা। ফুসফুসে সংক্রমণ হওয়াতেই সুস্থ হতে দেরি হচ্ছে।
তবে পূজার আগেই তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি। দেশবাসীর কাছে তার বাবার জন্যে দোয়া চান যাতে বাপ্পী লাহরী দ্রুত সুস্থ হয়ে আবাব গানের জগতে ফিরে আস্তে পারে। বাপ্পা লাহিড়ী আরও জানান, দুর্গাপূজার সময় বাপ্পি লাহিড়ীর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত’র একটা গানের রেকর্ডিংও রয়েছে।