অতিরিক্ত ভেজাল মদ্যপানে দুই ছাত্রলীগ কর্মীর করুন মৃত্যূ

কক্সবাজার শহরের কলা-তলীর একটি আবাসিক হোটেলে অতিরিক্ত মদ্যপানের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে দুই বন্ধু পরবর্তিতে তাদের মৃত্যু হয়েছে।
আজ শনিবার ১৮ সেপ্টেম্বর ২০২১ সকালে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে জানিয়েছেন।
হোটেল রেজিস্ট্রারে থাকা ঠিকানা মতে, ০৩ বন্ধুর বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি এলাকায়। মৃত ২ জন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
জানা গেছে, কক্সবাজারে একটি আবাসিক হোটেলে অতিরিক্ত ভেজাল মদ পানের কারণে অসুস্থ হয়ে পড়েন ৩ বন্ধু। পরে শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানুল হক (২৯) নামে একজনের মৃত্যু হয়। অন্যদিকে দুই বন্ধু সাইমুন প্রিয়াম ও রায়হানের অবস্থার খারাপ হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইমুন প্রিয়ামের (৩০) মৃত্যু হয়।
পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর বেওয়ান ডাচ হোটেলে রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ ৪ বন্ধু ভাড়া নেন একটি রোম। তারা সকলে অতিরিক্ত মদ পান করে। এতে ৩ জন শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ সকালে অসুস্থ হয়ে পড়ে।
তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানের মৃত্যু হয়। অন্য ২ জনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইমুন প্রিয়াম মারা যান। পুলিশ তাদের পবিবার কে জানিয়েছেন বিষয়টি। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে