পার্কে, খেলার মাঠে, বিনোদন কেন্দ্র গুলোতে তালেবান সৈনিকরা হেসে খেলে পার করছে

আফগান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল নেন তালেবানরা। ক্ষমতা দখলের পর থেকে জন মনে নানা ভয়-ভীতি দুঃচিন্তা দেখা দেয়। তারা কি আগের মত হিংস্র আচরণ করবে নাকি। এ সংকা নিয়ে দেশ ছেড়েছেন অনেকে। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
তারা ফ্রেশ মুডে চলাচল করছে। নেই কোন কঠোরতা কিন্তু তাদের কথা হচ্ছে চলতে হবে ইসলামের আইন আনুযায়ী
আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পরই দেশটির বিভিন্ন জায়গায় সর্বত্র বিচরণ করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, বিনোদন কেন্দ্রের পার্কে ফ্রেশ মুডে আনন্দে মাতোয়ারা তালেবান যোদ্ধারা। কারো কাঁধে রকেট লঞ্চার, কেউ আবার একে-৪৭ অস্ত্র নিয়েই উদযাপনে মেতেছেন। তারা বিভিন্ন রাইডে চলছে। যেন বাচ্চারা খেলা করছে।
কাবুলের বিনোদনকেন্দ্রগুলো এখন তালেবানের দখলে। এ সুযোগে তারা নানা ধরনের রাইডে চড়ে বেড়াচ্ছে। বাচ্চাদের গাড়ি নিয়েই কেউ কেউ খেলায় মেতেছেন। গত ১৬ তারিখের ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, বিনোদন পার্কে বাচ্চাদের ‘স্ট্রাইকিং কার’ চালাচ্ছে তারা।
সাংবাদিক হামিদ শালিজি জানান, ছোট ছোট বৈদ্যুতিক গাড়িতে অস্ত্র নিয়েই চড়েন তালেবান সদস্যরা। প্রতিবেদকের অন্য একটি শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, একটি পার্কে ঘোড়া নিয়ে ছুটছেন তালেবান। শুধু তাই নয় জিমে নানা ধরনের সরঞ্জামাদি নিয়ে কসরত করতে দেখা গেছে তাদের। কেউ কেউ তখন অস্ত্র বহন করেই শরীরচর্চা করেন।
গত রোববার বিনা প্রতিরোধেই রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান গোষ্ঠী। ক্ষমতায় বসতে কাজ করে যাচ্ছেন নেতারা। এ অবস্থায় দেশ ছেড়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।
তালেবানরা শরিয়াহ আইন মান্যকারীর উপর অনেক ভালোবাসা। কিন্তু সম্পুর্ন ব্যতিক্রম আইন অমান্য কারীদের জন্য।