আবারো বিয়ের পিড়িতে চিত্র নায়িকা অপু বিশ্বাস। নিচে বিয়ের ছবিসহ..

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকার মধ্যে অপু বিশ্বাস অন্যতম। এক সময় সিনেমা বলতেই বুঝা যেত শাকিব অপু ঝুটি। অনেক সুপার হিট ছবি উপহার দিয়েছে এই ঝুটি। এই ঝুটির সোলানি ঝুটি মিস করেন অনেক সিনেমা প্রেমি। আজ আর দেখা যায় না তাদের এক সাথে। অপু কিছু সিনেমা করেছে তবে তা মুক্তির অপেক্ষায়। অপ্র দিকে শাকিব সমান তালে সিনেমা করে যাচ্ছে এপার ওপার বাংলায়। ওপার বাংলায় ও সমান জনপ্রিয় শাকিব খান।
শাকিন অপু ১০০ উপরে সিনেমা করেছে এরপর প্রেম পরে গোপনে বিয়ে সন্তান জন্মদান অবশেষে বিবাহ বিচ্ছেদ। এই ভুল সিদ্ধান্ত গুলাই অপু বিশ্বাসের পিছিয়ে পরার মুল কাহিনী। অপু আছেন পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে। মাঝে মোটা হয়ে গিয়েছিলেন এখন আবার নিজেকে ফিট করেছেন। কয়েক টি ছবিতে অভিনয় করেছেন শশুর বাড়ি জিন্দাবাদ ২, কমলা সুন্দরী উল্লেখযোগ্য।
সাম্প্রতিক একটি বিয়ের ফ্যাশন শোতে অপুকে বিয়ের সাজে দেখা যায়, এ ছবিই স্যোসাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে হইচই পড়ে যায় মিডিয়া পাড়ায় অপু আবার বিয়ে করছেন। কিছুতেই বুঝানো যাচ্ছে না যে এটি একটি শো। এ ছবি দেখে একদিকে শুভ কামনা জানিয়েছে অনেকে আবার অন্যদিকে নিন্দার ঝড় বইছে।
অপু বলেন আমি এখনো বিয়ে করি নি, সামনে কয়ার চিন্তা করছি। বিয়ের পোশাকের ছবি দেখে অনেকে নিন্দা করছে এ নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে অপু বলেন একজন অভিনয় শিল্পীর জীবনে আলোচনা সমালোচনা তো থাকবেই। এই দুইটা নিয়েই আমাদের জীবন।