বাংলার প্রতিটি ঘরে-ঘরে বঙ্গবন্ধুর ছবি ঝুলাতেই হবেঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

গতকাল প্রেস কনফারেন্স করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এম পি। সেখানে নানা ব্যপারে তিনি সাংবাদিকদের সাথে আলোচনা করে। তবে সে সব আলোচনার মধ্যে উল্লেখযোগ্য ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঝুলিয়ে রাখতে হবে। এটা বঙ্গবন্ধুর সম্মানার্থে সে আইন করা উচিৎ।
ভারতে প্রতিটি নাগরিকের ঘরে ঘরে মহাত্মা গান্ধীর ছবি টাঙানো আছে। বাংলাদেশেও প্রতিটি ঘরে ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকতেই হবে, থাকা উচিত বলে মনে করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলোচনার সময় এ কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
ঘরে ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার অনুরোধ জানিয়ে ডা. মুরাদ হাসান বলেন, বাংলাদেশে সবার ঘরে থাকুক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, এই আমার প্রার্থনা, এই আমার অনুরোধ, এই আমার আহ্বান। একটি দেশের স্বাধীনতার স্থাপতির ছবি জনগণের ঘরে থাকবে না এটা ভাবা যায়। আরো আগেই এ ব্যপারে আইন করা প্রয়োজন ছিলো।
আমি আশা করবো সবাই বঙ্গবন্ধুর সম্মার্থে আপনার ঘরে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি ঝুলিয়ে রাখুন