ড্রোন ক্যামেরা সহ মোবাইল ফোন বাজারে আনলো ভিভো, যা দিয়ে ছবি তোলা যাবে আকাশ থেকে।

মোবাইল ফোন মানুষের খুবিই প্রয়োজনীয় বন্তুতে পরিণত হয়েছে। দিন দিন এর চাহিদা ব্যপক হারে বাড়ছে। তাইতো নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে বাজারে আনছে নানা ফিচারে ভড়পুর ভিবিন্ন মোবাইল কোম্পানী। বার ফোন থেকে টাচ স্ক্রিন এরপর এন্ড্রোয়েট এখন মোবাইল কোম্পানী গুলো ঝুকেছে ফোনের ক্যামেরার দিকে। মানুষ সব সময়ই তাদের সুন্দর মুহূর্ত গুলো ধরে রাখতে চাই। সে ক্ষেত্রে মোবাইল ফোনের ক্যামেরার উপর ই বেশি নির্ভরশীল মানুষ।
বগত কয়েক বছর ধরেই স্মার্টফোন ডিসপ্লেকে আরোও ইস্মুধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফোন কোম্পানীগুলো। এবং বিভিন্ন রকম ডিজাইনের স্মার্টফোন নিয়ে এসেছে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানি। এই জন্য বিভিন্ন ফোনে পপ আপ সেলফি ক্যামেরাও দেখা গিয়েছিল। কিছু ফোনে আবার ব্যবহৃত হয়েছে ফ্লিপ ক্যামেরা। সাম্প্রতিক প্রযুক্তির কারণে আবার বেশ কিছু ফোনে ডিসপ্লের নীচে দেখা যাবে ক্যামেরা। শীঘ্রই এই ধরনের ফোন বাজারে আসতে চলেছে। যদিও, এই সব ডিজাইন থেকে অনেকটা এগিয়ে সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন তৈরি করতে চলেছে চিনা কোম্পানী ভিভো (Vivo)। নতুন এই ফোনের মধ্যে থাকছে একটি ড্রোন ক্যামেরা।
সম্প্রতি এই ড্রোন ক্যামেরার ফোনটি আড ইন্টেরনেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে মোবাইল প্রেমিদের আকাক্ষা বাড়িয়েছে। এবার এই Vivo কনসেপ্ট ফোনের প্রথম ছবি প্রকাশ্যে এল। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ছবি।
এই ফোনের ক্যামেরা প্রেস করার সাথে বেড়িয়ে আসবে ছোট ড্রোন ক্যামেরা। যা বাতাসে ভাসবে এবং ড্রোনে ক্যামেরা হিসেবে কাজ করবে সুন্দর সুন্দর ছবি উফার দিবে আপনাকে। এই ড্রোন ক্যামেরাটি নিয়ন্ত্রন করা যাবে মোবাইল দিয়েই। এই ক্যামেরা মডিউলে থাকছে চারটি পাখা। মোট দুটি ক্যামেরা থাকছে এই মডিউলে। এই ফোনের পেটেন্ট ডিজাইন দেখে বোঝা গিয়েছে, খুব সহজেই ফোনের ভিতরে ঢুকে যাবে এই ক্যামেরা মডিউল।
ভিভোর এই ফোন টি নিয়ে এখনও আছে ধোয়াশা। ফোনটির রিভিউ এডে দেখা যাচ্ছে, ফোনের উপরের দিকের স্লাইড করে বেরিয়ে আসবে এই ড্রোন ক্যামেরা মডিউল। একটা বড়সড় সিম ট্রের মতো দেখতে এই ক্যামেরা মডিউলের ট্রে। তবে, এটা জানা প্রয়োজন যে, এই ফোন সম্পর্কে এখনও কোনও তথ্য অফিসিয়ালি জানায়নি Vivo। কী ভাবে এই ক্যামেরা মডিউল কাজ করবে। এ জন্যে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে ফোন প্রেমিদের।
যদিও ড্রোন ক্যামেরা-সহ এই ফোনের খবর সামনে আসার পর থেকেই অনেকে ফোনের ব্যাটারি লাইফ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে কেমন ব্যাটেরী সাপোর্ট দিবে। ড্রোন ক্যামেরা মডিউল চার্জ করার পর ফোন ব্যবহারের জন্য কত ব্যাটারি অবশিষ্ট থাকবে, তা নিয়ে এখনও সন্দিহান আছে অনেকের। কত হবে ব্যাটারির সাইজ বা এম পি আর।
প্রকাশিত রেন্ডারে ফোনের ট্রে থেকেই উড়ে যেতে দেখা যাচ্ছে ক্যামেরাটিকে। কিন্তু এই ট্রেতে কিভাবে আবার ড্রোন ক্যামেরাটি আসবে। সব জল্পনা কল্পনা শেষ হবে মোবাইল টি বাজারে আসার পর ই।
তবে, ফোনের কনসেপ্ট রেন্ডার সামনে এলেও, কবে এই ফোন লঞ্চ হবে, তা এখনও স্পষ্ট জানা যায়নি। এখনও ডিজাইনের প্রাথমিক পর্যায়ে রয়েছে এই ফোন। লঞ্চের সময় এই ডিজাইনে অনেক রদবদলও হতে পারে।
#capitalpost.xyz
#capitalpost.xyz
#capitalpost.xyz