বিবাহ বিচ্ছেদের ১ মাস যেতে না যেতেই দ্বিতীয় বিয়ে করছেন নায়িকা মাহিয়া মাহি

মাহিয়া মাহির বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্টকে ঘিরে তার নতুন বিয়ের গুঞ্জনের আভাস পাওয়া যাচ্ছে। এরইমধ্যে মাহি ঘোষণা দিয়েছেন, আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন। সে সারপ্রাইজ বিয়ের ঘোষণা হবে কি না তা নিয়ে মিডিয়া পাড়া সরগম হয়ে রয়েছে।
‘আপনি বিয়ে করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে মাহি কোন খোলাসা করেনি।
আর সারপ্রাইজের বিষয়ে বলেছেন, সারপ্রাইজ তো সারপ্রাইজই আগে বললে তো সবাই জেনেই গেলো।
যার সঙ্গে মাহির বিয়ের গুঞ্জন তিনি গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। মাহি এ বিষয়ে মুখ খুলতে চান না।
২০১৬ সালে ব্যবসায়ী অপুকে বিয়ে করেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। এ বছর তারা বিচ্ছেদের ঘোষণা দেন। একাকী থাকার সিদ্ধান্ত নেন।
সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের এক মাস না পেরুতেই মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠেছে।
যদিও গুঞ্জন বিষয়ে এখনো মুখ খুলেননি এই ঢালিউড নায়িকা। তার ১৩ সেপ্টেম্বর ২০২১ সারপ্রাইজের মধ্যে সব রহস্য আটকে রয়েছে।
এর আগেই গুঞ্জন ছড়িয়েছে, গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী রাকিবের সঙ্গে শুভ কর্ম সম্পাদন করে ফেলেছেন মাহি! এটি মাহি ও রাকিব- দু’জনেরই দ্বিতীয় বিয়ে। শুনা যায় দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক চলছে। এ জন্যেই অপুর সাথে তাত বিবাহ বিচ্ছেদ হয়েছে।
অপর দিকে, মাহির নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তার প্রথম স্বামী অপু। তিনি গণমাধ্যমে বলেছেন, মাহির নতুন জীবনের জন্য শুভকামনা। আমার চাওয়া তারা ভালো থাকুক।যা আমি সব সময়ই চেয়েছি। তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভ কামনা।
তিনি আরও বলেন, ‘মাহির দ্বিতীয় স্বামী রাকিবকে আমি আগে থেকেই চিনি। মাহি আমার সাথে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা বিভিন্ন সময় একসাথে ঘুরেছি। রাকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। মূলত মাহি পরকিয়া করেছে।আমাকে ঠকিয়েছে। তবুও আমার দুঃখ নাই। মাহি ভালো থাক।