পুরাতন মোবাইল কিনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে যে জিনিস গুলো খেয়াল রাখতে হবে

মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ বস্তুতে পরিণত হয়েছে। মোবাইল ছাড়া মানুষের স্বাভাবিক চলাফেরা অসম্ভব। তাই আমরা প্রতিনিয়তই সার্চ করি অনলাইন প্লাটফর্ম এ কোন মোবাইলের কর দাম। আবার অনেকের পক্ষেই সব সময় নতুন ফোন কেনা সম্ভব হয় না। অন্যের ব্যবহার করা পুরনো ফোন কিনতে তারা বাধ্য হন। বাংলাদেশের অনেক ওয়েবসাইট বা অ্যাপ আছে যেগুলোতে পুরাতন মোবাইল ফোন বিক্রি করা হয়। প্রচলিত ভাষায় আমরা যাকে বলি যাকে ‘সেকেন্ড হ্যান্ড’ বা ‘ইউজড’ ফোন।
কিন্তু এই ধরনের ফোন গুলো কেনার পর অধিকাংশ সময়ই অল্প কিছু দিন পরই বিগড়ে যায় ফোন। কিন্তু একটু সতর্ক হলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বুঝতে পারবেন ফোন টা ভালো নাকি খারাপ।
পুরনো বা অন্যের ব্যবহার করা স্মার্টফোন কেনার আগে কী কী জিনিস গুলো অবশ্যই আপনি দেখে নেবেন? চলুন জেনে নেই-
১| ফোনটির গায়ে কোনও চিহ্ন আছে কি না, ভাল করে দেখে নিন। আঘাতের চিহ্ন থাকলে বুঝবেন যে, ফোনের যন্ত্রাংশের ক্ষতি হয়ে থাকতে পারে। আঘাত প্রাপ্ত ফোন না কেনাই ভালো।
২| ফোনের চার্জার পোট ভাল করে দেখে নিন, ফোন চার্জ হচ্ছে কি না। হেডফোন বা ইয়ারফোনের জ্যাকও পরীক্ষা করে নিন। বিশেষ করে চার্জার পোটের দিকে বেশি দৃষ্টি দিন।
৩| দেখে নতুন বলে মনে হলেও অনেক পুরনো ফোনের টাচস্ক্রিনই কাজ করে না। হয়তো পুরনো টাচস্ক্রিন ভেঙে যাওয়ার পরে নতুন স্ক্রিন লাগিয়ে আগের ব্যবহারকারী ফোনটি বিক্রি করছেন। তাই ফোনটি কেনার আগে স্ক্রিনে টাইপ করে দেখে নিন কোনও অসুবিধা হচ্ছে কি না। *০০০০# টাইপ করে স্ক্রিনের অবস্থা জানতে পারবেন। স্ক্রিন বা ডিসপ্যালেতে কোন প্রকার সমস্যা থাকলে ভুলেও ফোন কেনা যাবে না।
৪|ক্যামেরা স্মার্টফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সেটিও ঠিক করে কাজ করছে কি না কেনার আগে ভাল করে দেখে নিন। ছবি তুলে দেখতে পারেন যে মেগাপিক্সেল অনুযায়ী ছবি উঠে কি না।
৫| ব্যাটেরী হেলথ টা ভালো করে দেখে নিন। অবশ্যই যাত থেকে ফোনটি কিনবেন তার থেকে প্রয়োজনীয় কাগজ রেখে দিন অর্থাৎ আপনি যে তার থেকে ফোনটি কিনেছেন তার প্রমাণ।
উক্ত এই দিক গুলো খেয়াল রাখলে আপনি পুরাতন ফোন কিনে ঠকবেন না।