ওষুধের বিকল্প হিসেবে খেতে পারেন দেশীয় ফল

বাংলাদেশের জলবায়ু অত্যান্ত সহনশীল ফল ও ফসল উৎপাদনের জন্যে। দেশীয় ফল অনকে পুষ্টিকর বিদেশি ফলের তুলনায়। দামেও অনেক সাশ্রয়ী। আজ আমরা এমন কিছু দেশীয় ফলের গুনাগুন সম্পর্কে জানবো যেগুলো অনেক রোগের মহা ওষধ হিসেবে কাজ করে।নিম্নে তা উল্লেখ করা হলো
১. কলা
২. পাকা বেল
৩৷ কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ
৪. আনারস
৫. পেয়ারা
৬. জাম
৭. আমলকী
উক্ত দেশীয় ফল ওষধের বিকল্প হিসেবে দৈনিক খাবারের তালিকায় রাখতে পারেন।