সকালে ঘুম থেকে উঠেই পাপা পাপা বলে ডাকেনঃ শাকিব পুত্র জয়

নানা বিতর্কের মধ্যে দিয়ে শাকিব পুত্র আব্রাহাম খান জয় এর জন্ম। শাকিব অপুর গোপনে বিয়ে, বিয়ের ২ বছর পর হটাৎ বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে এসে নায়ক শাকিব খানের বিরুদ্ধে তার সাথে শাকিবের বিয়ে ও বাচ্চাকে অস্বীকার করার অভিযোগ করেন অপু।
নানা জল্পনা কল্পনা পর তাদের একত্রিত হওয়া অবশেষে বিবাহ বিচ্ছেদ, এ কথা সকলেরই জানা।
আব্রাহাম খান জয় মা অপু বিশ্বাসের কাছে থাকেন সে বাবা শাকিব খানকে খুব মিস কিরে।
অপু বলেন গুড মর্নিং Good Morning এই বলে সকালটা শুরু হয় খান সাহেবের পুত্র জয়ের। আর অপু জয়ের এ কথা না শুনে অপুও কখনো ঘর থেকে বের হন না। কথা শিখছে জয়। অনেক কথাই বলতে পারে এখন। আর কি কি বলতে পারে? জানতে চাইলে অপু বলেন বাবা শাকিবকে খোঁজে, অনেকদিন তো তাঁর দেখা নেই। পাপা কোথায়, পাপা কোথায় বলতে থাকে।
সকাল হলেই বাবাকে খুঁজতে থাকে জয়। এই পাপা শব্দটা কিন্তু শাকিবের কাছে শিখেছে জয়। শাকিব কোলে নিয়ে পাপা কি করে কি করে বলতো। সেই থেকে আস্তে আস্তে ও বলা শিখছে।
আব্রামের বয়স এখন ৩ বছর। অল্প করে কথা বলা যেমন শিখেছে, তেমনি হাঁটতেও শিখেছে। এর মধ্যে হাতে পেয়েছে একটা ব্যাট। প্ল্যাস্টিকের সে ব্যাট সারাক্ষণ হাতে থাকে।
ঘুমের সময়েও সঙ্গী হয় সে ব্যাট। ক্রিকেট কে সে অনেক ভালবাসে। ক্রিকেটার হবে নাকি জানতে চাইলে অপু বলেন নাহ জয় এখনও অনেক ছোট আগে বড় হোক তখন দেখা যাবে এখন তো কিছু বলা যাচ্ছে না। তবে মিডিয়াতে আসছে না আপাতত এটা বলা যায়। সবকিছুর উর্দ্ধে থাকবে ওর লেখাপড়া। আমি চাই ও অনেক অনেক পড়াশুনা করুক।
শাকিব-অপু দম্পতির পুত্র জয়ের রাগটাও বেশ। যখন কাউকে মারতে ইচ্ছে করবে। তার মার খেতেই হবে। না হলে কিনা চিৎকার শুরু করে দেয়। অনেকটা বাবার মত হয়েছে, রগচটা স্বভাবের।
আব্রাম বাসায় একা থাকতে পারে জানতে চাওয়া হলে অপু বলেন, হুম এই যে বাসা থেকে কাজের জন্য বের হতে হয়,‘ আমাকে তো আর কেউ বসিয়ে খাওয়াবে না। কাজ আমি জয়ের জন্য করি। সংসারের জন্য মায়েদের বের হতে হয়। আর আব্রামও শিখে গেছে। ওকে বলি মা বের হচ্ছি টাটা, ও জিহ্বা বের করে টাটা দেয়। তাছাড়া ওকে দেখাশুনা করার জন্য অনেকেই আছে আমার বাসায়।’ আব্রাম কিন্তু পড়াশুনাও শুরু করেছে। কয়েকটি বাংলা ও ইংরেজি অক্ষর তাঁর এখন মুখস্থ। দোয়া করবেন যাতে জয় অনেক বড় হতে পারে।