পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়, ভেঙ্গে পরবে সমগ্র বিশ্বের ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা

যেকোনো সময়ে ভেঙে পড়তে পারে সারা বিশ্বের ইন্টারনেট যোগাযোগ মাধ্যম।
সারা বিশ্বব্যাপী আসতে চলেছে এক ভয়ংকর সৌরঝড়।বিজ্ঞানীরা এই সৌরঝড়কে করোনার সিএমই বলে আখ্যা দিয়েছেন। সূর্যের চারদিক থেকে অনেক প্লাজমা নির্গত হয় এই ঝড়ের কারণে। এই প্লাজমা গোটা সৌরজগতের জন্য খুবই বিপদজনক।
গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক এক গবেষণায় এই ঝড়ের বিষয়ে জানানো হয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের অপেক্ষায় আছে গবেষণার পদ্ধতি। গগবেষকেরা জানান পৃথিবীতে প্রথম বারের মতো এই ভয়াবহ ঝড় হয়েছিলো ১৮৫৯ আর ১৯২১ সালে। ঠিক ১০০ বছর পর আবারো সেই ভয়ংকর ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে পৃথিবী। ১৯২১ সালে ক্যারিন্টন ইভেন্ট নামে সৌরঝড়ের আঘাতে পৃথিবীর মারাত্মক ক্ষতি হয়।
প্রায় তিন দিন ধরে চলা সেই ঝড়ে ফাটল ধরেছিল পৃথিবীকে ঘিরে থাকা বিশাল চুম্বকক্ষেত্রে। এবং তাদ ফাঁক দিয়ে পৃথিবীতে ঢুকে পড়েছিল অত্যন্ত বিষাক্ত সৌরকণা আর মহাজাগতিক রশ্মি। গবেষকেরা বলেন এমন ভয়ংকর সৌরঝড় বা সিএমই পৃথিবীর উপর আছরে পড়ার সম্ভাবনা প্রতি দশকে ১.৬ শতাংশ থেকে ১২ শতাংশ। আর এবার সেরকমই একটি সৌরঝড়ের আঘাত সহ্য করতে হতে পারে পুরো বিশ্বকে।।।