নারী ক্রিকেট ও ফুটবল নিষিদ্ধ হলো আফগানিস্তানেঃ তালেবান

দীর্ঘ ১৯ বছর পর আফগানিস্তানের ক্ষমতা এখন তালেবনের হাতে। তালেবানদের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আশরাফ ঘানি। একে একে সৈন্য প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা।
তালেবান সরকার আসার পর নানাবিধ পরিবর্তন পরিবর্ধন করেছে তারা। দেশটির প্রধানমন্ত্রী করা হয়েছে হিবাতুল্লাহ আখুন্দজাদাকে। কাল তার এক বক্তব্য এ তিনি শিক্ষা ব্যাপার নানামুখী কথা বলেছেন।
নারীদের চাকরি করতে হবে না অফিসে গিয়ে, তারা ঘরে বসে বসে বেতন পাবেন। নারী পুরুষ উভয়ই পর্দার আড়াল থেকে ক্লাস করবে।
এবার তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন আজ থেকে নারীদের সকল প্রকার খেলা আআফগানিস্তান থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। তিনি আহবান জানান অন্যান্য দেশকে যারা নারী ক্রিকেট দল ও ফুটবল খেলা পরিচালনা করে তারা যেন নারী ক্রিকেট ও ফুটবল নিজ দেশ থেমে নিষিদ্ধ করে দেয়। কারণ নারী ক্রিকেটে ও ফুটবলে পর্দার খেলাপ হয়।
দিন দিন নারীদের পণ্য বানিয়ে ফেলছে পশ্চিমা দেশগুলো। ইসলামে নারীদের সম্মান বিশাল। তাই সস্তা পণ্য হিসেবে ব্যবহার না করার আহবান জানান তিনি।
তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের পুরুষ ক্রিকেট টিমের ভবিষ্যৎ নিয়ে ছিলো অনিশ্চয়তা। কিন্তু তারা পুরুষ ক্রিকেট টিমকে সমর্থন দিয়েছে এবং আফগান ক্রিকেট দল যাতে আরও এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে কাজ করছে তালেবান সরকার।