আর একত্রে নয়, ছেলে-মেয়ে ক্লাসে বসবে আলাদাঃ তালেবান

আফগান সরকার তালেবানদের হিটিয়ে ক্ষমতা বসেন ২০০১ সালে মার্কিন বাহিনীর সহায়তায়। আফগান সরকার নানামুখী আইন-কানুন করেন যেগুলো ছিল ইসলামের বিপরীত পরিপন্থী। সুদীর্ঘ ১৯ বছর পর আবার আফগান সরকারকে হটিয়ে তারা ক্ষমতায় বসেন।
তালেবানের হুংকারে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে যান। তার সাথে অনকে আফগান পালান।পালাতে গিয়ে অনেক লোক দুর্ঘটনায় মারা যান।
তালেবান মুখপাত্র বলেন, তালেবান হলো কাফের মুসরেকদের জন্য আতংকের নাম। কিন্তু তারা ততটাই সহনশীল ইমানদারদের প্রতি।
তালেবান সরকার আফগানিস্তান দখলের পর দেশকে ইসলামি শরিয়তের ভিত্তিতে পরিচালনার নানামুখী আইন-কানুন বাস্তবায়ন করেন।
প্রথমে তারা মেয়েদের চাকরি অফিসে গিয়ে করতেন হবে৷ না, ঘরে বসে তারা বেতন পাবে সেই আইন করেন
গতকাল কাল তারা ঘোষণা দেন স্কুল কলেজের কোন ছেলে মেয়ে একত্রে বসে ক্লাস করতে পারবে না। তারা আলাদা ক্লাস করবে। সেই জন্যে ক্লাস চলাকালে শ্রেণীর কক্ষের মাঝামাঝি পর্দা ঝুলিয়ে দেওয়ার আদেশ দেব।
যাতে ছেলে মেয়ে উভয়ে পর্দা করে ক্লাস করতে পারে। এটাই হল ইসলামের সৌন্দর্য। নারীকে বিবস্র করা মানে নারীর স্বাধীনতা নয়, নারীকে পর্দার মধ্যে রাখাই হলো নারীর স্বাধীনতা। নারীর সতীত্ব হলো নারীর অহংকার।