ট্রেনে পাথর নিক্ষেপ চোখ হারালেন চালক

অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরে চোখ হারাতে বসেছেন কিশোরগঞ্জ এক্সপ্রেস এর চালক। কি নির্মম ঘটনা। এটা এবারই প্রথম না এমন ঘটনা হর হামেশাই ঘটে।
দীর্ঘ লকডাউনের পর কয়েক দিন হলো ট্রেন চলাচল শুরু করেছে এর মধ্যে ২০ থেকে ২২ টি পাথর নিক্ষেপ এর ঘটনা ঘটেছে।
গত বছর পাথর নিক্ষেপে একজন যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়াও পকেটমার, ছিনতাই নিত্য ঘটনা স্টেশন গুলোর।
পুলিশ সর্বদা থাকেন সেখানে তারপর ও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নিতে চান না সাধারণ জনগণ।
ভৈরবের চেয়ারম্যান বলেন, আমরা সর্বদা চেষ্টা করি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করার। আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে মা বাবকে সচেতন করে আসি যাতে তাদের ছেলে মেয়েকে দেখে শুনে রাখে। যাতে খেলার ছলে কেউ এই পাথর নিক্ষেপের মত বাজে কাজ না করে।
তিনি আরও বলেন আমরা মসজিদে মসজিদে গিয়ে বলেছি পাথর নিক্ষেপের ভয়াবহতার কথা।
অনেক কমেছে তারপর ও কিন্তু মাঝে মাঝে ঘটে যাচ্ছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা।