বিয়ে করলে অবিবাহিত ছেলেকেই করবোঃ অপু বিশ্বাস

অনেকদিন থেকেই শোনা যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস বিয়ে করছেন এই গুঞ্জন এখন পুরো ঢালিউড পাড়ায়। দ্বিতীয়বারের মতো সংসার পাতবেন এই নায়িকা। ফেসবুক ও কিছু গণমাধ্যম নায়িকার বিয়ের গুঞ্জনে ঘি ঢেলেছে চিত্রনায়ক বাপ্পী চৌধ্রীকে জড়িয়ে।কিন্তু সব খবরকেই হেসে উড়িয়ে দিয়েছেন অপু বিশ্বাস।
অপুর দাবি এই শ্রেফ গুজব। তার কাছে এই বিয়ে সম্পর্কে জানতে চাওয়া হলে দ্বিতীয় বিয়ের কথা অস্বীকারও করেননি নায়িকা।অপু বিশ্বাস বলেন, বিয়ে হয়তো করতেও পারি কোনো একদিন। যদি করি তবে এবার মায়ের ও পরিবারের ইচ্ছায় বিয়ে করবো। শুনেছি মা পাত্র দেখাও শুরু করেছেন।
বিয়ে করলে সবাই জানতে পারবে আর গোপন ভাবে কিছু করছিনা।
আপাতত একমাত্র পুত্র জয়কে ঘিরেই ভালো সময় কাটছে আমার। ছেলের পড়াশোনা সবকিছু সামলে যেটুকু সময় পান সেটুকু শোবিজ ব্যয় করছি। সিনেমা-বিজ্ঞাপনের শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন রকম শো-তে অংশ নিচ্ছি।
শাকিব-অপু দম্পতির বিচ্ছেন হয়ে যায় গত বছর ১২ মার্চ ২০১৯ এর পর থেকে আপু একাই আছেন পুত্র জয়কে নিয়ে।
এজন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে। উপস্থাপক সরাসরি জানতে চান কতদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন?
এ প্রসঙ্গে অ’পু বলেন বিয়ের বিষয়টি আমার মা ও পরিবার দেখছে। বর অনেকেই দেখছে। তাতে দেখা গেছে কারও বেবি আছে, কারো স্ত্রী চলে, অনেকের মারা গেছে, আবার কারো পরিবার আছে। এগুলো আমার পছন্দ নয়। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি বিবাহিত কাউকে বিয়ে করব না।
অবিবাহিত কাউকে আমি বিয়ে করে নেব। বিবাহিত কারো ঘরের বউ হচ্ছিনা আমি। অন্য কারো সংসারে আমি ভাগ বসাতে চাই না। বাপ্পীকে নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি আমার ভালো বন্ধু। খুব কাছের বন্ধু।