মারা গেলেন বিগ বস খ্যাত তারকা সিদ্ধার্থ শুক্লা। শোকের জোয়ারে ভাসছে বলিউড

বিগ বস তারকা সিদ্ধার্থ শুক্লা আর নেই,শোকে স্তব্ধ বলিউড বাসী।হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এই অভিনেতা এমনটাই জানা গেছে গণমাধ্যমের সূত্রে। ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ। এরপর তার সেই ঘুম আর ভাঙেনি।
তার মৃত্যুতে শোকাহত পুরা বলিউড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।
কালার্স চ্যানেলের ‘বালিকা বধু’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান তিনি।
সেই ধারাবাহিকের নায়িকা আনন্দীর দ্বিতীয় স্বামী শিবরাজ শেখরের চরত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ।এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সিদ্ধার্থকে।
২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া ‘ ছবিতে আলিয়া ভ্যাট এবং বরুণ ধাওয়ালের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। ‘সাবধান ইন্ডিয়া’ এবং ইন্ডিয়াজ গট ট্যালেন্ট ‘- এর মতো রিয়ালিটি শো-তেও সঞ্চালক হিসেবে অনেক দিন কাজ করতে দেখা গিয়েছিল তাকে। এরপর ২০১৯ সালে ‘বিগ বস’ -এর ১৩ তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশ গ্রহণ করেন তিনি।সেই সময় তাকে নিয়ে আলোচনা হয়।
সেই রিয়েলিটি শোয়ে জয়ী হয়েছিলেন তিনি।এই শোয়ের সুবাদেই সহ প্রতিযোগী শেহনাজ গিলের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে সিদ্ধার্থের।নেটয়াগরিকরা তাদের একসঙ্গে ‘সিডনাজ’ বলে ডাকতে শুরু করে।
এইভাবে সিদ্ধার্থের হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছে না তার সহকর্মীরা।গায়ক টনি কক্কর টুইটারে লিখেছেন, ‘দয়া করে কেউ আমাকে বলুন এই খবরটি সত্য নয়।আমি এটি বিশ্বাস করতে পারছি না’।
গায়ক আরমান মালিকও সিদ্ধার্থের মৃত্যু সংবাদ পেয়ে হতবাক। সে যে আর পৃথিবীতে নেই আরমান মালিকও এখনো মেনে নিতে পারছেন না।এইভাবে বিন্দু দারা সিংহ লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে ভাই।তুমি সারা জীবন আমাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে। তোমার শূন্যতা আমাদের কাছে অপূরনীয়। ‘বিগ বস’ তোমার মতো জয়ী পায়নি। আর পাবেও না।মনে হচ্ছে এবার আমাদের সত্যিই খারাপ নজরে বিশ্বাস করতে হবে ‘।
সিদ্ধার্থের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী সহ আরও অনেকেই।
মডেলিং দুনিয়া থেকে এসে প্রথমে ছোট পর্দা এবং তারপরে বড় পর্দায় নিজের জায়গা করে নিয়েছিলেন সিদ্ধার্থ।সম্প্রতি ‘ব্রোকেন বাট বিউটিফুল ‘ ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। সিদ্ধার্থের এরকম আচমকা চলে যাওয়ায় স্তম্ভিত ভারতবাসী। এ ক্ষতি অপুরণীয়।