পাপের দ্বীপ ভিক্টোরিয়া

যেখানে যৌনকর্মী, মাদ, জুয়ার স্বর্গরাজ্য।
ভিক্টোরিয়া দ্বীপের ব্যাপারে অনেকেই জানেন আবার অনেক জানেন না। আজ আমারা এই দ্বীপ সম্পর্কে অজানা অনেক কিছু জানবো। আফ্রিকা মহাদেশের তৃতীয় বড় দ্বীপ এটি। আয়তনে দ্বীপটি প্রায় ৫৯.৫ হাজার বর্গ কিঃ মিঃ।
এই বিশাল দ্বীপের মধ্যে অনেক জনবসতি। এই দ্বীপ এ থেকে মাছ শিকারই একমাত্র জীবিকা।
মাছ শিকার করায় আজ এই দ্বীপ তো কাল ওই দ্বীপ এইসব মানুষদের নিজস্ব বাড়ি-ঘর নাই।
লেক ভিক্টোরিয়ার অনেক দ্বীপের মধ্যেই কুখ্যাত ও পাপের দ্বীপ হলো রেম্বা।
কুখ্যাত এই রেম্বা দ্বীপে চলে নানা অসামাজিক ও পাপের কর্মকাণ্ড। এখানে আছে যৌনকর্মী, আফ্রিকার কুখ্যাত অপরাধী ও ড্রাগ পাচারকারীরা এখনে লুকিয়ে থাকে। এই দ্বীপের জনসংখ্যা ২০১০ সালে ছিল মাত্র ১৭০ জন।
তবে এর বর্তমান জনসংখ্যা ২৫ হাজারেরও বেশি।
রেম্বা নামক ক্ষুদ্র দ্বীপটি যেন আরেক ছোট্ট আফ্রিকা। সেখানে রয়েছে আফ্রিকার সব দেশেরই মানুষের সমারোহ। ছোট এই দ্বীপে নেই পা ফেলার জায়গা গিজগিজ করে বসবাস করে মানুষ। জরাজীর্ণ খুপরি টিনের চালাঘরে থাকে তারা।
রেম্বাতে স্বাস্থ্য ও পরিস্কার পরিচ্ছন্নতার কথা কেউ ভাবেন না। দ্বীপের চারদিকে আবর্জনার স্তূপ। দ্বীপটির চারপাশে মলমূত্র থেকে শুরু করে ব্যবহৃত স্যানিটারি প্যাড, কন্ডোম, ইঞ্জেকশনের সিরিঞ্জ ও সুঁচ পড়ে থাকে। সেই সঙ্গে মাছ পচা গন্ধ তো রয়েছেই। অবাক করা বিষয় হলো, এই পরিবেশেই বাস করছে ২৫ হাজারেরও বেশি মানুষ। রোগ শোক এখানের নিত্য সঙ্গী।

রেম্বা দ্বীপের টিনের ঘড় গুলা প্রতিদিন দুইবার ভাড়া দেয়া হয়।
ঘরগুলো দিনে একজন ও রাতে আরেকজন কাছে ভাড়া দেওয়া হয়। যারা রাতে মাছ ধরেন, দিনের জন্য ঘর ভাড়া নেন ঘুমানো জন্যে। কেউ দিনে মাছ ধরলে ঘর ভাড়া নেন রাতে ঘুমানোর জন্য।
আপনার চোখ কপালে উঠবে এদের সেনিটেশন ব্যবস্থার কথা শুনলে! প্রায় ২৫ হাজার মানুষের জন্য দ্বীপে আছে মাত্র ৫টি পাবলিক টয়লেট।
এই দ্বীপে সকল ধর্মের মানুষের বসবাস। দ্বীপের মধ্যে আছে, মাছের আড়ত, একটি গির্জা, একটি মসজিদ, জুয়ার অসংখ্য কাউন্টার, মদ ও ড্রাগের পাব, সেলুন, ওষুধের দোকান, খাবার হোটেল ও হাজার তিনেক যৌনকর্মী।
চলে জুয়া খেলার প্রতিযোগিতা, লোকে এখানে যেমন আমির হয়, তেমনি ফকিরও হয়। এখানে দেহব্যবসা বেআইনি নয়। এখানে সকল অনৈতিক কাজ বৈধ।
কোন নিরাপত্তার বালাই নাই। যার যা খুশি করছে।যৌনতা এখানে বৈধ।
সারাদিন মাছ শিকার করে দ্বীপে ফিরে লোকজন। সারা দিনের আয় দিয়ে শুরু করে অপকর্ম। মদ, জুয়া, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি। এখানে একজন যৌনকর্মীদের আয় ভালো দিনে ভারতীয় মুদ্রায় পাঁচ থেকে ৯ থেকে ১০ হাজার টাকা আয় করেন।