বাস্তব জীবনে ঘটলো আয়নাবাজি, অতপর আটক ৫

আয়নাবাজি বাংলা সিনেমার একটি সফল ছবি। যা অমিতাভ রেজা নির্মাণ কিরেছিলেন। একটু ব্যতিক্রম ধর্মী সিনেমা এই আয়নাবাজি।
আয়নাবাজি সিনেমার দৃশ্যে যেমন এক জনের অপরাধের সাজা টাকার বিনিময়ে অন্যজন দিয়ে খাটানো হয় বাস্তবেও ঘটলো সেই ঘটনা! ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের চিফ ম্যাজিস্ট্রেট আদালতে। উক্ত ছবিতে আয়নাবজি করেছিলো ১ জন ব্যক্তি কিন্তু ময়মনসিংহের আদালতে আয়নাবাজি করতে এসেছিলেন ৫ জন ব্যক্তি। তবে আয়নাবাজি ছবির নায়ক সবার চোখ ধোকা দিতে পাড়লেও পারেনি বাস্তব জীবনে ময়মনসিংহের আদালতে।
হত্যা মামলার মূল আসামিদের বদলে আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে গেছেন সেই ৫ জন ব্যক্তি। যারা মামলার কিছুই জানে না। টাকার বিনিময়ে তাদের হাজিরা দিতে আনা হয়।
গতকাল বুধবার ৩০ আগস্ট ২০২১ বিকেলে ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে এমন ঘটনা। ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার আফিসার শাহ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মূল আসামি আদালতকে বোকা বানাতে এই কৌশল অবলম্বন করেন। টাকা খায়িয়ে মূল আসামির পরিবর্তে ৫ জনকে হাজিরা দিতে পাঠানো হয়।
তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করলে তারা ভুল উত্তর দিলে আদালতের সন্দেহ হয়। পরে পরিপূর্ণ জিজ্ঞেসা বাদে বেড়িয়ে আসে মূল ঘটনা। পরে ৫ জনকে হাজতে
পাঠানো হয়