পরিমণির মুক্তি উপলক্ষে ১ লা সেপ্টেম্বরকে কারামুক্ত দিবস ঘোষণা করার দাবীঃ সাধারণ জনগনের

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ৫ আগস্ট ২০২১ পরিমণিকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করেন র্যাব। গ্রেপ্তারের পর দায়রা আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
দফায় দফায় জামিন চেয়েছেন তার আইনজীবীরা কিন্তু আদালত বার বার তার জামিন খারিজ করে কাশিমপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩১ তারিখ তার আইনজীবীরা জামিনের আবেদন করে আদালত তার সার্বিক দিক বিবেচনা করে ৫০ হাজার টাকা মুস্লেকা দিয়ে পরিমনিকে জামিন দেন।
আজ ১ লা সেপ্টেম্বর ২০২১ সকাল ৯ টায় কাশিমপুরজ কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। ৯ টার দিকে তার ব্যক্তিগত সাদা রঙের একটি গাড়িতে সে আরোহন করে কারাগার থেকে বেড়িয়ে আসে।
পরিমনির মুক্তির খবর পেয়ে হজার জাহার সাধারণ জনগণ ভিড় করে কারাগার প্রাঙ্গণে এবং পরিমনি গাড়ির উপরের ছাদ খুলে উৎসুক জনতার উদ্দেশ্যে হাত নাড়ান চিত্রনায়িকা পরী মণি। এ সময় তিনি আঙুল উচিয়ে বিজয় চিন্ন দেখান।
তিনি উৎসুক জনতার সঙ্গে ফোনে সেলফি তোলেন। দীর্ঘ ২৫ দিন পর কারাগারে থাকার পর তিনি মুক্তি পেলেন।
এ সময় উৎসুক জনতা তাদের প্রিয় নায়িকাকে মুক্ত দেখে খুশি হোন এবং অনেকে দাবী জানান ১ লা সেপ্টেম্বরকে কারামুক্ত দিবস ঘোষণা করা হোক