সৌদিপ্রবাসী বাবা-মা বাংলাদেশে আসার পরই হলো ছেলের দাফন

আরিফের মা-বাবা সৌদিপ্রবাসী হওয়ায় একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে আরিফের লাশ রাখা হয়।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, ডুবে যাওয়ার সময় আরিফ নৌকা থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যায় আরিফকে জাপটে ধরে অনেকেই বাঁচতে চেয়েছিলেন কিন্তু স্রোত বেশি থাকায় আরিফ তলিয়ে যায়। পরে তাকে মৃত উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিতাস নদীতে গত শুক্রবার সন্ধ্যায় নৌকাডুবিতে ২৩ জন মারা যায়। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত বাল্কহেডের মালিক, মাঝি, সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বিজয়নগর পুলিশ।