দিনের পর দিন নাবালকে ধর্ষণ, অবশেষে তরুণী গ্রেপ্তার

ভারতে এক নাবালককে বিয়ে করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ বছর বয়সী ওই নাবালকের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তরুণীকে গ্রেপ্তার করে।
খবরে বলা হয়, অভিযুক্ত তরুণী ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। তিনি ওই শহরের একটি পেট্রল পাম্পে কাজ করতেন। সেখানে যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক পাস করা ওই কিশোরের।
গত এক বছরে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বৃহস্পতিবার তারা পালিয়ে যান। পরবর্তীতে বিয়ে করে ফেলে।
জানা গেছে, শনিবার ২৮ আগস্ট ২০২১ তারা কোয়েম্বাটুরে ফিরে আসেন। এরপর ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। এর মধ্যেই ওই কিশোরের মা পুলিশে অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ করে তিনি বলেন, তার ছেলেকে ওই তরুণী ফুসলিয়ে পালিয়ে নিয়ে গেছেন এবং বিয়ে করেছেন। এরপর বিয়ের নাম করে ধর্ষণও করছেন দিনের পর দিন।
তবে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত তরুণী ওই নাবালককে নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন।
এরপর পুলিশ তরুণীকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।