অবশেষ পি এস জির হয়ে মাঠে নামলেন মেসি

প্রায় ৩ সপ্তাহ আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (PSG) যোগ দিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু এতদিন পরও নতুন ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি সুপারস্টার মেসির। অবশেষে অপেক্ষার পালা শেষ মাঠে নামলেন তিনি।
নতুন ক্লাবে যোগ দেওয়ার পর দল তিন ম্যাচ খেলে ফেলার পর পিএসজির হয়ে এবার প্রথমবার মাঠে নামলেন ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি। যত দ্রুত বার্সা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি, ঠিক ততটাই যেন দেরি হলো পিএসজি হয়ে গেল তার অভিষেক।
মুলত নতুন পরিবেশ কন্ডিশন সব কিছু বিবেচনা করে তাকে মাঠে নামানো হয়নি। তাকে বিস্রামের সু্যোগ দেওয়া হইছে।
আজ নেইমারের বদলি হিসেবে মাঠে নেমেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।
ম্যাচের ৬৬তম মিনিটে বন্ধু নেইমারের বদলতি হিসেবে মাঠে নামেন পিএসজি হয়ে ত্রিশ নম্বর জার্সি পড়া মেসি LM30 । ২১ বছর আগে পুরোনো ক্লাব বার্সেলোনায় বদলি নেমেই অভিষেক হয়েছিল মেসির। আজ বদলি হয়েই পিএসজিতে আভিষেক হলো।
প্রতিপক্ষের মাঠে অবশ্য মেসি নামার আগেই এগিয়েই ছিলো পিএসজি। এমবাপ্পে দুইটি গোল। অভিষেকে গোল পান নি মেসি। কিন্তু ভালো আসিস্ট করেছেন।
হয়তোবা পরবর্তী ম্যাচে মেসির ম্যাজিক দেখতে পাবে গোটা ফুটবল বিশ্ব।
