পুত্র-বধূ সন্তান দিতে অক্ষম তাই শাশুড়ি হলেন গর্ভবতী

বর্তমানে বউ শাশুড়ীর সম্পর্ক মানে দা কুমড়া সম্পর্ক। সমাজে এইগুলো আমরা দেখতে পাই। বিভিন্ন মিডিয়া ও নাটক গুলো ও তৈরী হয় বউ শাশুড়ীর দন্দ নিয়ে এতে সমাজে আরো বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ছেলে বৌয়ের সন্তান হচ্ছে না। আর এ কারণে প্রতিনিয়তই বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। তাই তাদের ও নিজেদের এই সব প্রশ্ন ও বৌমার সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত গর্ভবতী হলেন শাশুড়ি।
আগামী মাসে একটি সর্ব ভারতীয় চ্যানেলে এমন সিরিয়াল আসছে, যাতে শাশুড়ি হবেন গর্ভবতী এবং তার দেখ ভালের জন্য থাকবেন পুত্রবধূ! একটি সুন্দর সাবলীল ধর্মী নাটক যাতে দেখানো হবে পুত্রবধূর সাথে শাশুড়ীর মধুর বোঝা পরা।এতে সমাজে পজিটিভ প্রভাব পরবে বলে মনে করেন পরিচালক।
চ্যানেলটির মতে, এর মাধ্যমে একটি নতুন ধা’রার সূচনা করতে চলেছেন তারা, যেখানে শাশুড়ি বৌমার ঝগড়া নয়, উঠে আসবে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা। ”