পিকনিকের সাউন্ড সিস্টেমের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাচ্চার মৃত্যু

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে পিকনিকের সাউন্ড সিস্টেমের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলিদ খান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালীতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পিকনিক পার্টির জন্য ওই বাড়িতে বাজার থেকে সাউন্ড সিষ্টেম ভাড়া করে আনা হয়। রাত সাড়ে ৭টার দিকে সাউন্ড সিস্টেমের বৈদ্যুৎতিক লিকেজ তারে স্পৃষ্ট হয়।সেই তারের সাথে ঘর্ষনের ফলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিতাকে উদ্ধার করে নবাবগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে আলিদ খানের মৃত্যু হয়। আলিদ খান মদনখালী গ্রামের হিটু খানের একমাত্র পুত্র। হিটু খান কাতার প্রবাসী। ছুটিতে দেশে আসার পর প্রায় ২০ দিন আগে সে কাতার চলে যায়।