আফগানিস্তানের মন্ত্রী এখন ডেলিভারিম্যান

জীবন কতই না বৈচিত্রময়। আজকের রাজা তো কালকের ফকির। আফগানিস্তানে রাজনৈতিক পালা বদলের কারণে পরিবর্তনের ঘটনা ঘটেছে বার বার। এতে কারো কপাল খুলেছে আবার কারো পথে বসতে হয়েছে। এটাই তো জীবন।
সাদাদ ছিলেন আফগান সাবের যোগাযোগ মন্ত্রী। ২০১৮ সাল পযন্ত ২ বছর এই দায়িত্ব পালন করেন। কিন্তু রাজনৈতিক পালা বদলের কারণে তিনি মন্ত্রীত্ব ছেড়ে ও উন্নত জীবনের তাগিদে তিনি চলে যান জার্মানিতে। সেখানে গিয়ে পড়েন ভাষা জটিলতায়। জার্মানিতে জার্মান ভাষা ছাড়া জীবিকা নির্বাহ করা এক প্রকার অসম্ভব। তাই বাধ্য হয়েই কাজ নিয়েছেন সাইকেলে চলে খাবার ডেলিভারির।
সাদাদ বলেন এটা লজ্জার কিছু নেই। আমি কাজ করে হালাল উপার্জন করি কোন দুর্নীতি তো করি না। আমি জীবনের কোন প্রকার অন্যায় কাজ করি নাই কখনো আপোষ ও করি নাই।
আমি শিক্ষিত কিন্তু জার্মান ভাষা না জানার কারণে আমাকে ডেলিভারির কাজ করতে হচ্ছে। আমি ভাষা শিখছি ইনশাআল্লাহ খুব শিখ্রই ভালো কিছু হবে। তবে আমি এখন ভালো আছি।