পুলিশের প্রশ্নের জবাবে বললেন আমি আনম্যারিডঃ পরিমণি

আলোচিত চিত্রনায়িকা পরীমনির ব্যক্তিগত জীবনের অনেক কিছুই সবার জানা। তার একাধিক প্রেম ও বিয়ের গল্পগুলো অজানা নয়। তবে মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে নাম-পরিচয় লিপিবদ্ধের সময় নিজেকে অবিবাহিত দাবি করেছেন পরিমণি। এমনটাই জানা গেলো গণ-মাধ্যমের খবরে। বর্তমানে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, কারাগারের রেজিস্টারে বন্দীদের নাম-পরিচয় সব লেখা হয়। পরীমণির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ১৪ আগস্ট সকালের দিকে তার স্বাস্থ্য পরীক্ষা করেন একজন কর্মরত ডাক্তার। এরপর কারা কর্মকর্তারা রেজিস্ট্রারে তার নাম-ঠিকানাসহ তথ্য লিপিবদ্ধ করতে যান। ওই সময় কারা কর্মকর্তা তার শারিরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে পরীমনি বলেছিলেন, মশার কারণে রাতে ঘুমাতে পারেননি এবং পরিবেশ অনেক নোংরা। এছাড়া একসঙ্গে অনেক জন মিলে থাকতেও তার সমস্যা হচ্ছিল।
পরে কারা কর্মকর্তারা নায়িকাকে বলেন, ‘কারাগারে শান্তির খোঁজ করলে চলবে? কারাগার চলে কারাবিধি অনুযায়ী। বন্দী হিসেবে আপনি যা সুবিধা পাওয়ার কথা, এর বেশি পাবেন না এভাবেই থাকতে হবে।
‘আপনি ম্যারিড, নাকি আনম্যারিড?’ কারা কর্মকর্তার এই প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘আমি আনম্যারিড।’ কারাগারের রেজিস্ট্রারে সেই তথ্যই লেখা হয়েছে। যদিও পরীর একাধিক বিয়ের খবর প্রচলিত আছে।
জানা গেছে, কারা কর্তৃপক্ষের কাছে প্রত্যেক বন্দীর নিজের সম্পর্কে সঠিক তথ্য দেওয়া আবশ্যক। নতুবা মুক্তির সময় জটিলতা সৃষ্টি হতে পারে এবং এটা আইনত দণ্ডনীয় আপরাধ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ২০২১ রাতে পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ পরীমনিকে আটক করা হয়। পরে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র্যাব।
এরপর ২১ আগস্ট ২০২১ আদালত তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। বর্তমানে সে কাশিমপুর কারাগারে আছেন।