৫০ হাজার টাকা এক প্যাকেট হলুদ ও গুড়া মরিচের দাম

এক প্যাকেট হলুদ ও গুড়া মরিচের দাম ৫০ হাজার টাকা। শুনলেই চোখ কপালে উঠে যায়। কি অবিশ্বাস্য কারবার। হ্যা সত্যি এ কাহিনী ঘটেছে রাজধানী ঢাকাতে কিন্তু হ্লুদ মরিচের প্যাকেটে হলুদ মরিচ ছিলো না ছিল হিরোইন।
ঢাকা দক্ষিণের ডিবি উপ-কমিশনার রাজীব আল মাসুদ জানান তারা একটি সংঘ বদ্দ চক্রকে আটক করেছে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পন্থা অবলম্বন করে মাদক সরবারহ করে আসছে।
তারা পুলিশকে বোকা বানিয়ে হলুদ মরিচের প্যাকেটে হিরোইন ডুকিয়ে ঢাকা ডুকাতে চেয়েছিল কিন্তু পুলিশ তাদের রিকোভারি সহ আটক করে।
পুলিশ জানায় চক্রটি প্রথম ভারত ও মিয়ানমার থেকে বিভিন্ন উপায়ে বর্ডার ক্রস করে বাংলাদেশে মাদক প্রবেশ করার পরে বিভিন্ন উপায়ে তা রাজধানীতে আনা হয়।পরে তা বিভিন্ন মাদক ব্যবসায়ী কাছে হস্তান্তর করা হয় এবং তা পরবর্তীতে মাদক সেবীদের হাতে চলে আসে।
ডিবির এই কর্মকর্তা জানান মাদক ব্যবসায়ীরা কয়েক দিন পর পর তাদের কৌশল পরিবর্তন করে কিন্তু পুলিশ সদা তৎপর আছে তাদের প্রতিহত করার জন্য।
মাদক ব্যবসায়ী যত প্রভাবশালী হোক না কেন তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি আরো জানান এই বাংলায় কোন মাদক ব্যবসায়ীর ঠাই নাই। বাংলাদেশ পুলিশের হাত ধরেই বাংলাদেশ মাদক মুক্ত হবে ইনশাল্লাহ। প্রকাশিত-ক্যাপিটাল পোস্ট ২৫/০৮/২০২১