সৌদি থেকে ২৭ বছর পর বাড়ি ফিরবে, সকালে ফ্লাইট রাতেই মৃত্যু

হায়রে প্রবাস জীবন। প্রবাস জীবন কতটা নিষ্ঠুরতম হতে পারে, তা যে প্রবাস জীবন না কাটিয়েছে সে কল্পনাও পরতে পারবে না।
জীবিকার তাড়নায় এখন অনেকেই পাড়ি জমায় দেশের বাইরে। তবে সেখনে গিয়েও প্রবাসীদের এমন কিছু কাজ করতে হয় যা আসলে তাদের জন্য অনেক বিপদ জনক। আর সে কাজ করতে আপত্তি করলেই তখনি হয় বিপত্তি। অমানবিক পরিশ্রম করা, ঠিকমত বেতার না পাওয়া, নির্যাতন এই গুলা প্রবাস জীবনে হরহামেশাই ঘটে। এই সব সহ্য করেই দিনের পর দিন, বছরের পর বছর পরিবার ছেড়ে প্রবাসে কাটিয়ে দেয়।
কেউ ২দিনও থাকতে পারে না। আবার কেউ পুরো জীবনটাই কাটিয়ে দেন প্রবাসে। আবার কেউ ফিরতে চেয়েও পারে না। তেমনি একজন আরজু মিয়া। সৌদি আরব প্রবাসী। প্রায় দীর্ঘ ২৭ বছর কাটিয়ে দিয়েছিলো সৌদি আরবে৷ রাত পোহালেই সকাল ৬টায় বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে উঠার কথা ছিলো।
সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার জন্য বিমান টিকেটও কিনেছিলেন। কিন্তু আর জীবন নিয়ে যাওয়া হলো না প্রিয় বাংলাদেশে। এর আগের দিন রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে চলে যান।
ভাগ্যের কি নির্মম পরিহাস । অথচ আজ সকাল ৬টা সময় উনার ফ্লাইট ছিলো। তবে ফ্লাইট হবে ঠিকই লাশ হয়ে দেশে যেতে হবে। যার কথা এতক্ষন বলছিলাম তার নাম আরজু হোসেন। উনার বাড়ির ব্রাহ্মণবাড়িয়া। মৃত সৌদি আরব প্রবাসী আরজু হাসানের ২ ছেলে এবং ১ মেয়ে রেখে চলে গেলেন না ফেরার দেশে।
এমন হাজারো আরজু হারিয়ে যায়, কালের বিবর্তনে।
সকল প্রবাসীকে জানাই হাজার সালাম।।